বিভ্রান্তিকর তথ্য দেয়ায় বাঁশের কেল্লার পেজ বন্ধ করলো ফেসবুক

সোশ্যাল মিডিয়া, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 01:09:03

অনলাইনে বিভ্রান্তিকর তথ্যে ও গুজব ছড়ানোর অভিযোগে ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত ‘বাশের কেল্লা’ ফেসবুক পেজটি বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

শনিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৬ মিনিটে এ ফেসবুক পেজটি ডাউন করে দেয়া হয়েছে।

পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের কর্মকর্তা নাজমুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনমনে অসন্তোষ ছড়ানোর অভিযোগ ছিল বাঁশের কেল্লার বিরুদ্ধ্বে। ফেসবুক কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে সহায়তা চাইলে তারা বিতর্কিত এই পেজটি ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন।

এর আগে ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, রাষ্ট্র ও ধর্ম নিয়ে আপত্তিকর প্রচারণা চালানোর অভিযোগে ‘বাঁশেরকেল্লা’ পেজটি বন্ধ করে দেয় বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম বা বিডি সিএসআইআরটি।

 

এ সম্পর্কিত আরও খবর