১৮+ দের জন্য অনলাইন ডেটিং সেবা নিয়ে ফেসবুক

সোশ্যাল মিডিয়া, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 19:45:29

প্রাপ্ত বয়স্কদের জন্য অনলাইন ডেটিং সেবা নিয়ে এলো ফেসবুক। ইতিমধ্যে কলম্বিয়ায় এই সেবার বেটা ভার্সনের পরীক্ষা চালিয়েছে ফেসবুক। মূলত মোবাইল ডেটিং অ্যাপ্লিকেশন টিন্ডার ও বাম্বলকে টেক্কা দিতে ফেসবুক এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা প্রযুক্তিবিদদের।

আপাতত শুধুমাত্র ১৮ বছর বা তা বেশি বয়সের ফেসবুক গ্রাহকরা এই ডেটিং সার্ভিস ব্যবহার করতে পারবেন। তবে এই সেবার জন্য  এখনো কোন বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশান শুরু করেনি ফেসবুক।

গত  অগাস্ট মাস থেকে পরীক্ষামূলক সংস্করণ পরিচালনা করার সময়  কোম্পানির কর্মীরা ভুয়া  তথ্য দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলে এই সার্ভিস পরীক্ষা শুরু করেন।

পরে এই সেবা চালুর  আগে সেই তথ্য ডিলিট করে দেওয়া হয়।

ফেসবুকের পণ্য ব্যবস্থাপক নাথান শার্প বলেছেন, ‘অনেক দিন ধরেই ফেসবুকে ডেটিং বা প্রণয়–সম্পর্কিত বিষয়গুলো আমরা লক্ষ করছিলাম। যাঁরা প্রেম করতে চান, তাঁদের জন্য বিষয়টিকে আরও সহজ ও স্বস্তিকর করতে চাই আমরা। এখনই এটা করার উপযুক্ত সময়।’

প্রযুক্তিবিদদের ধারণা নতুন এই সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট এর এই পদক্ষেপ নিঃসন্দেহে টিন্ডার, ওকে কিউপিড এর মতো জনপ্রিয় ডেটিং অ্যাপগুলিকে চাপে ফেলবে।

এ সম্পর্কিত আরও খবর