হাতে থাকতেই পারে স্মার্টফোন: ভারতীয় সেনাপ্রধান

মোবাইল ফোন, টেক

মায়াবতী মৃন্ময়ী, অতিথি লেখক, বার্তা২৪.কম | 2023-08-25 14:11:19

ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, 'হাতে থাকতেই পারে স্মার্টফোন। তবে তা ব্যবহার করতে হবে সংযমের সঙ্গে। ব্যক্তিগত জীবনেও কোনও রকম উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করা হবে না।'

বুধবার (৫ সেপ্টেম্বর) এই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। অস্ত্র হাতে লড়াইয়ের ময়দানে নামতে হয় যাঁদের, সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভূমিকা কী হতে পারে, এমন বিষয়ে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

দিল্লিতে অনুষ্ঠিত আলোচনাচক্রে রাওয়াতের যুক্তি, 'সেনার হাত থেকে স্মার্টফোনকে দূরে রাখার ব্যাপারই নেই। বরং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা যেতে পারে ছায়াযুদ্ধ, জঙ্গি তৎপরতা আটকাতে। আর সঠিক ভাবে এ কাজ করতে সেনার সদর দফতর নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে।'

ভারতীয় সেনাপ্রধান বলেন, 'বাহিনীর কাজকর্ম স্পর্শকাতর হওয়ায় জওয়ানদের স্মার্টফোন ব্যবহারে সতর্ক থাকতে বলা হয়। তবে জওয়ান ও অফিসারদের কল্যাণে ইতিমধ্যেই তৈরি হয়েছে মোবাইল অ্যাপ।'

এসব তথ্য জানিয়ে তিনি আরও বলেন, 'যাঁদের জন্য অ্যাপ তৈরি হল, তাঁরা স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না— এটা হয় নাকি!'

তবে তিনি মনে করেন যে, স্মার্টফোনের ব্যবহারকেও ‘সঠিক’ হতে হবে।

সেনাবাহিনীর জীবনযাপনে দুর্নীতি ও উচ্ছৃঙ্খলতার যে কোনও জায়গা নেই, সে কথাও স্পষ্ট করে ভারতের সেনাপ্রধান রাওয়াত বলেন। তাঁর ভাষায়, ‘বাহিনীতে দুর্নীতি আর লাম্পট্যের কোনও জায়গা নেই। তেমন হলে কড়া হাতে মোকাবিলা করা হবে। নৈতিক অসচ্চরিত্রতার প্রসঙ্গ সামনে এলে ব্যবস্থা নেওয়া হবে। অন্য রকম কিছু হলে, শাস্তিও সেই অনুযায়ী হবে।'

এ সম্পর্কিত আরও খবর