থাইল্যান্ডকে হারিয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত বাংলাদেশের

গলফ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 16:17:44

পদক জেতার লড়াই থেকে দল এখনো অনেক দূরে। তবে এখন অব্দি এশিয়ান গেমসে প্রত্যাশার চেয়ে ভাল খেলছে বাংলাদেশ হকি দল। রোববার থাইল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

জাকার্তা-পালেমবাংয়ের আসরে এদিন দলটির হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ আশরাফুল। অন্য গোলটি মিলন হোসেনের।

২৮ আগস্ট পাকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ। এই ম্যাচে জিতলেই সেমিফাইনাল। হারলে ১ সেপ্টেম্বর পঞ্চম স্থানের জন্য মাঠে নামবে হকি দল। সেখানে হারলেও ষষ্ট হবে তারা। আর এশিয়ান গেমসে খেলবে সরাসরি খেলাটাও নিশ্চিত হয়ে যাবে।

জাকার্তা এশিয়াডে রোববার ৩৫ মিনিটে জিমি-সারোয়ার কম্বিনেশনে আশরাফুলের দারুণ ড্রাগ অ্যান্ড ফ্লিকে এগিয়ে যায় দল(১-০)। ঠিক ছয় মিনিট দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল (২-০)।

শেষ কোয়ার্টারের ৩ মিনিটে একটি গোল শোধ করেন থাইল্যান্ডের হারাপান বুরিরাক। ৫৫তম মিনিটে মিলন হোসেনের ফিল্ড গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এর আগে ১৯৭৮ সালে এশিয়ান গেমসে প্রথমবার অংশ নিয়ে ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ হকি দল। এরপর ব্যর্থতাই সঙ্গী হয়েছে বারবার। ৪০ বছর পর অাবারো সেই সেরা সাফল্যের দেখা পেল আশরাফুল-জিমিরা। বুঝিয়ে দিল-একটু নজর দিলেই হকি আবারো ফিরে পেতে পারে সেই সেরা সময়!

এ সম্পর্কিত আরও খবর