লা লিগার ফুটবলারদের ধর্মঘটের হুমকি!

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-30 16:15:38

যুক্তরাষ্ট্রের মাটিতে লা লিগার ম্যাচ! এমন একটা আয়োজনের চেষ্টা চালাচ্ছে লি লিগার আয়োজক কর্তৃপক্ষ। তবে তাদের এই পরিকল্পনার সঙ্গে মোটেও একমত নয় লা লিগায় খেলায় বিভিন্ন ক্লাবের ফুটবলাররা। তারা সাফ জানিয়ে দিয়েছে- এমন আয়োজন করা হলে, প্রয়োজনে ফুটবলাররা ধর্মঘটে যাবে!

লা লিগার আয়োজক কৃর্তপক্ষ আমেরিকার একটি মিডিয়া কোম্পানির সঙ্গে ১৫ বছর মেয়াদি একটা চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী লা লিগার শীর্ষস্থানীয় দলগুলোর বেশ কয়েকটি ম্যাচ যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজনের শর্ত আছে। লা লিগায় খেলা বিভিন্ন দলের খেলোয়াড়দের আপত্তি এখানেই। তারা স্পেন ছাড়া অন্য কোথায় লা লিগার ম্যাচ খেলতে রাজি নয়। তাছাড়া আমেরিকার এই কোম্পানির সঙ্গে চুক্তি করার আগে লা লিগা আয়োজক কৃর্তপক্ষ বিষয়টি নিয়ে খেলোয়াড় ইউনিয়ন বা কোন খেলোয়াড়ের সঙ্গে আলোচনাই করেনি। পুরো বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে এক বৈঠকে উদ্বেগ ও ভিন্নমতের কথা জানিয়েছে খেলোয়াড়দের ইউনিয়ন এএফই। এই বৈঠকে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস, নাচো, বার্সোলোনার বাসকুটেস, এসপায়েনালের সের্গেই রবার্টো, লিও বাপটিস্টো, ভিলা রিয়েলের ব্রুনো এবং অ্যাথলেটিকো মাদ্রিদের কোকে ও হুয়ানফ্রান।

এএফই’র সভাপতি ডেভিড আগাঞ্জো জানান,‘ লা লিগার আয়োজকদের এমন পরিকল্পনার সঙ্গে খেলোয়াড়রা মোটেও রাজি নয়। এটা মোটেও কোন দুরদর্শি কোন পরিকল্পনা নয়। দুরদেশে গিয়ে ফুটবল খেলার এই আয়োজন করতে গিয়ে লা লিগা খেলোয়াড় এবং সমর্থকদের কথা চিন্তায় রাখেনি। শুধুমাত্র আর্থিক লাভের বিষয়টাই লা লিগা কর্র্তৃপক্ষ বিবেচনায় নিয়েছে। বাকি সবকিছুকেই তারা উপেক্ষা করেছে।’

তিনি জানান’‘ খেলোয়াড়রা সবাই এই পরিকল্পনার বিপক্ষে তাদের অবস্থানের কথা জানিয়েছে। সম্ভাব্য ধর্মঘটের প্রসঙ্গটাও আলোচনায় উঠে এসেছে। প্রয়োজন হলে খেলোয়াড়রা লা লিগার ম্যাচ না খেলে ধর্মঘটেও যেতে পারে। তবে ধর্মঘটের মতো চুড়ান্ত কোন সিদ্ধান্ত যাতে আমাদের নিতে না হয়, সে ব্যাপারটা নিশ্চিত করা উচিত খোদ লা লিগা কর্তৃপক্ষের।’
খেলোয়াড় ইউনিয়ন সামনের মাসে ফের বৈঠকে বসবে।

যুক্তরাস্ট্রের মাটিতে ম্যাচ আয়োজনের বিষয় নিয়ে গত সপ্তাহে লা লিগা কর্তৃপক্ষ জানায়, তারা এই বিষয়টি নিয়ে পরিকল্পনা ঠিক করছে। তবে কোন ম্যাচ এবং কোন মৌসুম থেকে এটি কার্যকর হবে সেই বিষয়টি নিয়ে এখনো চুড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।’

আমেরিকার কোম্পানির সঙ্গে চুক্তিপত্র নিয়ে বৈঠকের পর লা লিগা আয়োজক কর্তৃপক্ষ এক বিবৃতিতে আরো জানায়,‘ এএফএ’ এবং খেলোয়াড়দের যথাযথ ফোরামের সঙ্গে বসে স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার বিষয়টির পরিকল্পনা স্থির করা হবে।’

তবে আপাতত মনে হচ্ছে এএফএ’র সঙ্গে লা লিগার সম্ভাব্য সেই বৈঠক বেশ উত্তাপ ছড়াবে, তাতে কোন সন্দেহ নেই!

 

এ সম্পর্কিত আরও খবর