বর্ণবাদ বিরোধী লড়াইয়ে মাইকেল জর্ডানের ১০০ মিলিয়ন পাউন্ড

বাস্কেটবল, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-30 22:20:24

বর্ণবাদের বিরুদ্ধে পরিষ্কার নিজের অবস্থান জানিয়েছিলেন বাস্কেটবল লিজেন্ড মাইকেল জর্ডান। মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডের হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ করে জর্ডান বলেছিলেন- ‘যথেষ্ট হয়েছে, আর না। ভীষণ কষ্ট হচ্ছে। সবার কষ্ট আমি অনুভব করতে পারছি। বন্ধ কর বর্ণবাদ।’ আর এবার বর্ণবাদের বিরুদ্ধে লড়াই এবং সামাজিক সুরক্ষা ও বিচার নিশ্চিত করার জন্য বিপুল অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন এই তারকা। বর্ণবাদ ও সামাজিক সমতা রক্ষায় যেসব গ্রুপ লড়াইয়ে নেমেছে তাদেরকে ১০০ মিলিয়ন পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। বর্ণবাদ বিরোধী ‘যুদ্ধে’ নামা বিভিন্ন গ্রুপের মাঝে সামনের দশ বছর তার জর্ডান ব্র্যান্ড এই বিপুল পরিমাণ অর্থ প্রদান করবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন আমেরিকার বাস্কেটবল লিজেন্ড।

গত ২৫ মে মিনিয়াপোলিসে গ্রেফতারের সময় জর্জ ফ্লয়েডের গলায় হাঁটু চাপা দিয়ে পুলিশ তাকে হত্যা করে। গলার ওপর থেকে হাঁটু সরানোর জন্য জর্জ বারবার অনুনয় বিনয় করা স্বত্ত্বেও পুলিশ তার অনুরোধ শোনেনি। প্রায় ৯ মিনিটের মতো তার গলায় পুলিশ হাঁটু চাপা দিয়ে রাখে। সেই অবস্থায় শ্বাসরোধ হয়ে জর্জ মারা যান।

প্রকাশ্যে রাস্তায় পুলিশের এমন হত্যাকান্ডের পর পুরো আমেরিকা জুড়ে শুরু হয় প্রতিবাদের ঝড়। কারফিউ দিয়েও সাধারণ মানুষের বিক্ষোভ ঠেকাতে পারেনি পুলিশ। প্রতিদিন ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে ক্ষোভ-প্রতিবাদ চলছে। ‘ব্ল্যাক লাইভ ম্যাটার’ এই হ্যাসট্যাগে পুরো বিশ্বের বিবেকবান মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমেও সহমর্মিতা জানান।

বর্ণবাদ বিরোধী লড়াইয়ে আর্থিক সহযোগিতার ঘোষণা দিয়ে মাইকেল জর্ডান ব্র্যান্ডের সভাপতি ক্রেইগ উইলিয়ামস বলেন- ‘মাইকেল জর্ডান এবং তার জর্ডান ব্র্যান্ডের পক্ষ থেকে ১০ বছরের জন্য আমরা ১০০ মিলিয়ন পাউন্ড সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি। সামাজিক সম্প্রদায়ের সকল শক্তি, সরকার এবং সুশীল সমাজের নেতাদের একত্রিত করে আমরা বর্ণবাদ বিরোধী লড়াইয়ে কাজ করে যাবার অঙ্গীকার করছি। কাজটা এমনভাবে করতে হবে যাতে এর সুফলটা দীর্ঘমেয়াদী হয়। কৃষ্ণাঙ্গদের জন্য সমাজে সত্যিকার অর্থে এখনো আমাদের অনেক কাজ করা বাকি আছে। সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর