বাংলাদেশের চোখ শিরোপায়, প্রতিশোধের অপেক্ষায় ভারত

ফুটবল, খেলা

আপন তারিক, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 07:54:37

ইতিহাসের পূনরাবৃত্তি নাকি প্রতিশোধ?

উত্তর মিলবে আজ শনিবার রাতে। শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাংলাদেশের মেয়েরা। আর ভারতের জন্য প্রতিশোধ মিশন।

গতবছর এই ভারতকে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ফুটবল দল। আবারো সেই দলটির সঙ্গেই শিরোপার লড়াই। এবারো ফেভারিট হয়েই মাঠে নামছে মারিয়া মান্ডার দল। সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

ভুটানের মাঠে খেলতে নেমে জয়টাকে রীতিমতো অভ্যাসে পরিনত করেছে বাংলাদেশের কিশোরীরা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৪-০ গোলে জয়। দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে দল পেয়ে যায় সেমিফাইনালের টিকিট। তারপর ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা উঠে এসেে ফাইনালে।

যদিও ভারতও একই ছন্দে পেয়েছে ফাইনালে খেলার টিকিট। তবে ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মাঠে নামার আগে বাংলার বাঘিনীদেরই ফেভারিট বলছেন বিশ্লেষকরা। দলে ম্যাচ উইনারের কমতি নেই। শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন দু'জনই ৪ গোল করে আছেন শীর্ষে। কম যাচ্ছেন না মারিয়া মান্ডা আর যমজ বোন আনাই ও আনুচিং মোগনি।

বাংলাদেশের ফুটবলে নতুন ছন্দ এনে দেওয়া মেয়েদের আরো বেশি চাঙ্গা করে দিতে প্রধান কোচ গোলাম রাব্বানী ছোটনের সঙ্গে আছেন টেকনিক্যাল অ্যান্ড স্ট্রাটেজিক ডিরেক্টর থমাস পল স্মলি।

এরইমধ্যে কোচ গোলাম রাব্বানী জানিয়ে দিলেন, ‘গ্রুপ পর্ব আর সেমিফাইনালে নিজেদের সহজাত খেলাটাই খেলতে পেরেছি আমরা। এবার ফাইনালে। এই টুর্নামেন্টের জন্য গত ৭ মাস আমরা অনুশীলন করেছি। এবার সেই পরিশ্রমের ফসল ঘরে তুলতে চাই।’

দলের অন্যতম সেরা স্ট্রাইকার তহুরা খাতুনও ভারতের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত। জানাচ্ছিলেন, ‘ফাইনালে যত দ্রুত সম্ভব গোল করতে চাই আমি। যেমনটা আগের তিন ম্যাচে বাংলাদেশ দলের হয়ে তাই করেছি। এই ম্যাচটাতে গোল করে দলের জয়ে ভূমিকা রাখতে চাই।’

এখন পর্যন্ত তাকে ফাঁকি দিয়ে বল ঢুকতে পারেনি জালে। সেই অজেয় গোলরক্ষক মাহমুদা আক্তার বলছিলেন ‘এটা ঠিক গত তিনটি ম্যাচ ভাল খেলেছি আমরা। তবে শিরোপা জিততে হলে এই ম্যাচে আরো ভাল খেলতে হবে। আমি আমাদের গোলপোস্টে দুর্গ হয়ে দাঁড়াবো। আশা করছি আমার সতীর্থরা ভারতের বিপক্ষেও আগের ম্যাচগুলোর মতোই খেলবে।’

ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে ফাইনালের আগে প্রস্তুত অধিনায়ক মারিয়া মান্ডা। স্পষ্ট জানিয়ে রাখলেন ‘আমরা প্রস্তুত। ফাইনাল ম্যাচ জিতে ট্রফি নিয়েই ঘরে ফিরতে চাই। সবার দোয়া থাকলে হাসিমুখেই ঈদের আগে বাড়ি ফিরতে পারবো।’

কথায় আছে শেষ ভাল যার সব ভাল তার। তিন ম্যাচে ২২ গোল করে আকাশে উড়ছে বাংলাদেশের মেয়েরা। আজ শনিবার শেষটা ভাল হলে সাফল্যের সপ্তম স্বর্গে পা রাখবে মারিয়া মান্ডারা। ভারতকে হারিয়ে ট্রফি জেতার চেয়ে বড় ঈদ উপহার আর কীইবা হতে পারে?

এ সম্পর্কিত আরও খবর