থাইল্যান্ডের সঙ্গে ড্রয়ের স্বস্তি বাংলাদেশের

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 08:18:37

বাংলাদেশ ১ : থাইল্যান্ড ১

প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ০-৩ গোলে হারের ধাক্কা সামলে উঠেছে বাংলাদেশ দল। জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস ফুটবলের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরেছে দল। বৃহস্পতিবার পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

ফিফা র‌্যাংকিংয়ে ১২২ নম্বরে থাকা থাইদের বিপক্ষে ড্র করা ১৯৪ র‌্যাংকধারী দলের ড্র নিশ্চিত করেই ইতিবাচক ফল। গোটা ম্যাচ জুড়েই বাংলাদেশ পুরুষ ফুটবল দল দারুণ ফুটবল উপহার দিয়েছে।

এশিয়ান গেমসের ফুটবলে পাকানসারি স্টেডিয়ামে প্রথমার্ধ ছিল গোলশূণ্য। এরপর ৫২তম মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। বিশ্বনাথের থ্রো তপু বর্মনের সামনে পড়ে। তারপর মাহবুবুর রহমান সুফিলের শটে বল চলে আশ্রয় নেয় থাইল্যান্ডের জালে।

কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি। ৮০ মিনিটে চাইডেড সুপাচাইয়ের গোলে সমতায় ফেরে থাইল্যান্ড। ১-১ গোলে ড্র ম্যাচ। ১ পয়েন্টের স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এ অবস্থায় ১৯ আগস্ট কাতারকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের। যদিও মধ্যপ্রাচ্যের দেশটিকে হারানোর স্বপ্নটাকে 'মিশন ইমপসিবল' বলছেন বিশ্লেষকরা! দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট মাত্র ১। সমান ম্যাচে থাইল্যান্ডের পয়েন্ট ২। তারা প্রথম ম্যাচে ১-১ গোলে কাতারের সঙ্গে ড্র করেছিল। 

এ সম্পর্কিত আরও খবর