সবাইকে ছাড়িয়ে নতুন রেকর্ড মেসির

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 07:47:27

তিনি সত্যিকার অর্থেই রেকর্ডের বরপুত্র। নু ক্যাম্পের ক্লাবটির ইতিহাসে প্রায় সব রেকর্ডই যেন তার দখলে। যতোদিন যাচ্ছে একের পর এক অর্জন যোগ হচ্ছে তার নামের পাশে। এবার মৌসুমের শুরুতেই সবাইকে ছাড়িয়ে নতুন একটি রেকর্ড নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। দলটির হয়ে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড এখন একেবারেই এই মহা তারকার।

রোববার রাতে মরক্কোর তানজিয়ারে সেভিয়ার বিপক্ষে সুপার কাপের ফাইনালে তার নেতৃত্বেই মাঠে নামে বার্সেলোনা। ম্যাচে কাতালান ক্লাবটি ২-১ গোলে প্রতিপক্ষকে হারিয়ে জিতে নিয়েছে স্প্যানিশ সুপার কাপ।

এরই পথ ধরে শিরোপাসংখায় ইতিহাস গড়লেন মেসি। বার্সার ইতিহাসে সবচেয়ে সফল ফুটবলার তিনিই। আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে এতদিন যৌথভাবে বার্সার হয়ে সর্বোচ্চ ৩২টি শিরোপার রেকর্ড দখলে ছিল এই আর্জেন্টাইনের।

ফিফার ৫বারের ব্যালন ডি’অর জয়ী মেসি এবার অধিনায়ক হয়ে খেলতে নেমেছেন।

গত মৌসুমেই ইনিয়েস্তা বার্সেলোনা ছেড়ে অন্য ক্লাবে নাম লিখিয়েছেন। এ সুযোগে রোববার স্প্যানিশ সুপার কাপ জিতে রেকর্ডটা গড়া হয়ে গেল ৩১ বছর বয়সী মেসির। বার্সার জার্সিতে তার শিরোপা সংখ্যা এখন রেকর্ড ৩৩টি।

সেই ২০০৫ সালে কাতালান এই ক্লাবটির সিনিয়র দলের হয়ে পথচলা শুরু। এরপর সময়ের সঙ্গে পথ চলে ৯ বার জিতেছেন লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৬টি কোপা দেল রে, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি উয়েফা সুপার কাপ অার সমানসংখ্যক ফিফা ক্লাব বিশ্বকাপ উঠেছে মেসির হাতে।

এ সম্পর্কিত আরও খবর