হ্যাটট্রিকের সঙ্গে শতরানের কীর্তি রাসেলের

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 00:57:02

রীতিমতো বিস্ময়কর এক রেকর্ড। একই ম্যাচে ব্যাটে-বলে অনন্য কীর্তি গড়লেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)  বল হাতে তুলে নেন হ্যাটট্রিক এরপর ব্যাট হাতে করেন সেঞ্চুরি। এরইপথ ধরে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।

টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে একই ম্যাচে হ্যাটট্রিক ও শতরান করতে পারেন নি কেউই। আন্দ্রে রাসেলের এই রেকর্ডের পথ ধরেই ম্যাচে জিতেছে জ্যামাইকা তালাওয়াজ। ত্রিনিবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। রাসেল তার  অধিনায়কত্বের অভিষেকে পেলেন মনে রাখার মতো সাফল্য।

ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ত্রিনিবাগো ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে তুলে ২২৩ রান। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে তিনবল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় রাসেলের দল।

যদিও শুক্রবার রাতে (বাংলাদেশ সময় শনিবার) ম্যাচটা জিততে পারতো ত্রিনিবাগো। বড় সংগ্রহ গড়েও শেষ রক্ষা হল না। রাসেলের ঝড়ের কাছে হার মানতে হয়। ব্যাট হাতে চমক দেখান আন্দ্রে রাসেল। ৪০ বলে তুলে নেন শতরান। যা কীনা সিপিএলের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪৯ বলে তুলেন ১২১ রান। ছক্কা ১৩টি। আর চার মেরেছেন ৬টি। ২২ বলে তুলেন হাফসেঞ্চুরি।

এর আগে অধিনায়ক রাসেল বল হাতে স্রোতের বিপরীতে দাঁড়িয়েও চমকে দিলেন। পরপর তিন বলে ফিরিয়ে দেন ব্রেন্ডন ম্যাককালাম, ডোয়াইন ব্রাভো আর দিনেশ রামদিনকে। করলেন হ্যাটট্রিক।

সত্যিকার অর্থেই ম্যাচটা স্মরণীয় হয়ে থাকল আন্দ্রে রাসেলের। ম্যাচসেরার একমাত্র দাবীদার তো এই অলরাউন্ডারই!

এ সম্পর্কিত আরও খবর