প্রিমিয়ার হ্যান্ডবলে চ্যাম্পিয়ন কোয়ান্টাম

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 02:25:42

তিন বছর বিরতিতে আয়োজিত কিউট প্রিমিয়ার হ্যান্ডবলে লিগের শিরোপা জিতেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। মঙ্গলবার লিগের শেষ দিনে কোয়ান্টাম ৪০-১৫ গোলে হারায় ওল্ড আইডিয়ালসকে। লিগে রানার আপ হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। একইদিন তারা ৭৭-১৪ গোলে হারায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে।

শেষ ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন হতো কোয়ান্টাম ফাউন্ডেশন। কিন্তু জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি। লিগ শেষে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ট্রফি জিতল কোয়ান্টাম। ২২ পয়েন্ট নিয়ে এরপরই আরামবাগ ক্রীড়া চক্র ও নারিন্দা প্রগতি সংঘ। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে রানার্সআপ হয় আরামবাগ।

এবার হ্যান্ডবল লিগের সেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের ছাচিং অং চাক। সেরা গোলরক্ষক হয়েছেন বাংলা ক্লাব দলের শায়েখ হাসান।

শেষদিনে মঙ্গলবার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি এবং সদ্য সাবেক হওয়া সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। এ সময় উপস্থিত ছিলেন মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহম্মেদ চপল, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের সভাপতি এ. কে. এম নূরুল ফজল বুলবুলসহ অনেকে।

এ সম্পর্কিত আরও খবর