ত্রিদেশীয় টুর্নামেন্টের শিরোপা পাকিস্তানের

, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 20:40:52

সামনে ১৮৪ রানের টার্গেট। সেই মিশনে নেমে মাত্র দুই রানে ২ উইকেট পতন! মনে হচ্ছিল, ম্যাচটা বুঝি হেরেই যাচ্ছে পাকিস্তান। কিন্তু কিসের কী, এরপর অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ অকার্যকর করে ম্যাচে ফিরে পাকিস্তান। যাকে বলে ফেরার মতো ফেরা। তারই পথ ধরে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের শিরোপাটাও জিতে নিল সরফরাজ আহমেদের দল। টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি ফাইনাল জিতে নিয়েছে ৬ উইকেটে, অনায়াসে!

হারারে স্পোর্টস ক্লাব মাঠে রোববার টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলে ১৮৩ রান। এরপর ৬ উইকেট আর ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।

পাকিস্তানের টি-টুয়েন্টি ইতিহাসে এই জয়টা স্মরণীয় হয়েই থাকবে। কারণ এটিই ২০ ওভারের ক্রিকেটে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০১২ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১৭৬ রান তাড়া করে জিতেছিল দলটি। এবার সেই রেকর্ড পেছনে ফেলল তারা।

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত এই ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্টের প্রাথমিক পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম হেরেছিল দক্ষিণ এশিয়ার দলটি। পরে ফিরতি লেগে তুলে নিয়েছিল জয়। এবার ফাইনালেও শেষ হাসি পাকিস্তানি ক্রিকেটারদেই! টুর্নামেন্টের অন্য দলটি ছিল স্বাগতিক জিম্বাবুয়ে।

বিপর্যয়ের মুখে এমন একটা ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখেন ফখর জামান ও শোয়েব মালিক।
শেষ পর্যন্ত ফখর জামান ৪৬ বলে ১২ চার ও ৩ ছয়ের ঝড়ো ইনিংসে করেন ৯১ রান। ৩০ বলে ৬ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত তিনি। ৩৭ বলে ৩ চার ও ১ ছয়ে ৪৩ রানে অপরাজিত শোয়েব মালিক। আর ১৯ বলে ৪ চার ও ১ ছয়ে সরফরাজ আহমেদ করেন ২৮ রান।

অস্ট্রেলিয়ার হয়ে গ্লেন ম্যাক্সওয়েল নেন ৩৫ রানে ২ উইকেট। ১টি উইকেট নেন রিচার্ডসন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৮৩ রান তুলে অস্ট্রেলিয়া। ডি'আর্চি শট করেন ৫৩ বলে ৭৬ রান। অ্যারন ফ্রিঞ্চ ২৭ বলে ৪৭।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮৩/৮ (শর্ট ৭৬, ফিঞ্চ ৪৭, ম্যাক্সওয়েল ৫, স্টয়নিস ১২, হেড ১৯, কেয়ারি ২, অ্যাগার ৭, উইলডারমুট ১*, টাই ০, রিচার্ডসন ৬; আমির ৩/৩৩, ফাহিম ১/৩৮, হাসান ১/৩৮, শাহিন শাহ ১/৩২, শাদাব ২/৩১)।

পাকিস্তান: ১৯.২ ওভারে ১৮৭/৪ (ফখর ৯১, সাহেবজাদা ০, তালাত ০, সরফরাজ ২৮, মালিক ৪৩*, আসিফ ১৭*; ম্যাক্সওয়েল ২/৩৫, স্ট্যানলেক ০/২৫, রিচার্ডসন ১/২৯, টাই ০/৩৩, স্টয়নিস ০/৩১, উইলডারমুট ০/১৬)।

ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী

ম্যাচ ও সিরিজসেরা: ফখর জামান

এ সম্পর্কিত আরও খবর