টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ফেব্রুয়ারিতে নয়, আসছে জুনে

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 04:11:39

অস্ট্রেলিয়া আগামী বছরের ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিলো। সেই সফরটা পিছিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। উভয় দেশের সম্মতিতে এখন অস্ট্রেলিয়া এই টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ২০২০ সালের জুন-জুলাই মাসে।

অস্ট্রেলিয়ার এই টেস্ট সফর পিছিয়ে যাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিসিবির টিম অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান।

দুদেশের মধ্যকার দুই ম্যাচের টি- টোয়েন্টি সিরিজও পিছিয়ে গেছে। দুই ম্যাচের টি- টোয়েন্টি সিরিজ খেলতে আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। সেই সফরে আপাতত আসছে না অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ ক্রিকেট দলকে নিশ্চিত করেছে তারা ২০২১ সালে ভারতের মাটিতে টি- টোয়েন্টি বিশ্বকাপের আগেভাগে এসে বাংলাদেশে টি- টোয়েন্টি সিরিজ খেলবে। বাংলাদেশ যদি এই প্রস্তাবে রাজি হয় তাহলে অস্ট্রেলিয়া সিরিজে একটি টি-টোয়েন্টি ম্যাচ বেশি খেলবে। অর্থাৎ ২০২১ সালে অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে।

আকরাম জানাচ্ছিলেন-‘আমরা অস্ট্রেলিয়ার এই প্রস্তাবেও সম্মত হয়েছি। তবে ২০২১ সালের কোন সময়টায় অস্ট্রেলিয়া এই সফরে আসবে সেটা এখনো নিশ্চিত হয়নি। কারণ ভারতের মাটিতে ২০২১ সালে টি- টোয়েন্টি হচ্ছে তবে সেটা কখন সেই সূচি এখনো ঠিক হয়নি। সেটা চূড়ান্ত হওয়ার পর জানা যাবে অস্ট্রেলিয়া ২০২১ সালের ঠিক কখন বাংলাদেশ সফরে আসবে।’

বাংলাদেশ তাদের পরের টেস্ট সিরিজ খেলবে ভারতের মাটিতে। নভেম্বরে দুই টেস্ট সিরিজ দিয়েই বাংলাদেশ তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু করবে।

এ সম্পর্কিত আরও খবর