বড় জয়ে বাংলাদেশ ফাইনালে, জিম্বাবুয়ের বিদায়

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 21:26:51

সাকিব এই ম্যাচের নতুন একটা নাম দিতেই পারেন-‘ইচ্ছে পূরণের ম্যাচ!’

অধিনায়ক হিসেবে ঠিক যা চেয়েছেন তার দলের কাছে এবং স্কোরবোর্ডে সবকিছুই পেয়েছেন তিনি। একতরফা ভঙ্গিতে ম্যাচটা জিতেছে বাংলাদেশ ৩৯ রানে। জিম্বাবুয়ে ছিটেফোঁটা প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি এই ম্যাচে।

 স্কোরবোর্ডেই তার প্রমাণ। বাংলাদেশের ১৭৫ রানের জবাবে জিম্বাবুয়ের খুঁড়িয়ে চলা ইনিংস শেষ ১৩৬ রানে।

এই বড় জয়ে তিনজাতি টি- টোয়েন্টি সিরিজের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। যে ফাইনালে প্রতিপক্ষ আফগানিস্তান। আর টানা তিন ম্যাচে হেরে জিম্বাবুয়ের জন্য এই সিরিজ এখানেই শেষ। বৃহস্পতিবার এই মাঠে আফগানিস্তানের বিপক্ষে তারা শেষ ম্যাচটা খেলতে নামবে নেহাতই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে।

ব্যাটসম্যানদের কাছ থেকে যা চেয়েছিলেন তার পুরোটাই পেলেন সাকিব এই ম্যাচে।

ওপেনাররা ভালো শুরু এনে দিলেন। ওপেনিং জুটিতে বাংলাদেশ পেল ৪৯ রান। চতুর্থ উইকেট জুটিতে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম যোগ করলেন ৭৮ রান। মুশফিক করেন ২৬ বলে ৩২ রান। আর মাহমুদউল্লাহ রিয়াদ টি- টোয়েন্টি ক্যারিয়ারে তার চতুর্থ হাফসেঞ্চুরি পেলেন এই ম্যাচে। করলেন ৪১ বলে ৬২ রান।

শুরুর ছয় ওভারে ৫৫ রান। আর শেষের ৬ ওভারে ৫৪ রান যোগ করে বাংলাদেশ। মাঝের ৮ ওভারে এলো আরো ৬৬ রান। শুরু-মাঝে এবং শেষের এই ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ দাড়ালো ১৭৫ রানের। জিম্বাবুয়ের বিপক্ষে টি- টোয়েন্টির ইতিহাসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান।

ব্যাটসম্যানদের কাছ থেকে স্বস্তি পাওয়ার পর সাকিবকে বোলাররা শোনালেন সুসংবাদ। সাইফুদ্দিন আরেকবার ম্যাচের প্রথম ওভারে উইকেট পেলেন। অফফর্মে থাকা ব্রেন্ডন টেলর পাঁচ বল খেলে শূন্য রানে ফিরলেন।

 সেই যে ধাক্কা খেল জিম্বাবুয়ে আর কোমর সোজা করে দাড়াতেই পারলো না। জিম্বাবুয়ে ৩৭ রানে ৫ উইকেট হারানোর পর এই ম্যাচের জয়ী দল একটাই-বাংলাদেশ। নিজেদের সর্বনিম্ম রানের (৮৪) লজ্জায় যে জিম্বাবুয়েকে পড়তে হয়নি সেটাই সফরকারি দলের সৌভাগ্য!

 শেষের দিকে রিচমন্ড মতুম্বামি দ্রুতগতির হাফসেঞ্চুরির ইনিংস খেললেও তখন ম্যাচ জয়ের ধারেকাছেও যে নেই জিম্বাবুয়ে।
 
স্পিনার কমিয়ে এই ম্যাচে তৃতীয় পেসার হিসেবে শফিউল ইসলামকে একাদশে রাখে বাংলাদেশ। শফিউল দু’বছর পর টি- টোয়েন্টি দলে ফিরে প্রথম বলেই উইকেট পেয়ে জানিয়ে দিলেন এই ম্যাচে তার অর্ন্তভুক্তির সিদ্ধান্তটা খুবই যৌক্তিক। ৩৬ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা পারফরমেন্স দেখালেন শফিউল এদিন।
 
তবে সাকিবকে সবচেয়ে বেশি স্বস্তি দিলো সম্ভবত আমিনুল ইসলাম বিপ্লবের বোলিং। তরুণ এই লেগস্পিনার খেলতে নামেন সাব্বির রহমানের জায়গায়। লেগস্পিনে তার কাছে যা চাচ্ছিলো বাংলাদেশ, সেই চাহিদা এই ম্যাচে বেশ ভালভাবে পুরণ করতে পেরেছেন এই তরুণ।

অভিষেক টি- টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই উইকেট পেয়েছেন। ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট। এই ম্যাচে তার বোলিং বিশ্লেষণ জানাচ্ছে পরের ম্যাচেও তার জায়গা নিশ্চিত।
 
ফিল্ডিংয়েও এই ম্যাচে বাংলাদেশের তেমন ভুলচুক কিছু হয়নি। নিজের অধিনায়কত্বের লগবুকে এই ম্যাচের পাশে টিক মার্ক দিয়ে সাকিব এখন লিখতেই পারেন-পারফেক্ট ম্যাচ!

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ১৭৫/৭ (২০ ওভারে, লিটন ৩২, নাজমুল ১১, সাকিব ১০, মুশফিক ৩২, মাহমুদউল্লাহ ৬২, আফিফ ৭, মোসাদ্দেক ২, সাইফুদ্দিন ৬, জারভিস ৩/৩২, এমপুফু ২/৪২) জিম্বাবুয়ে: ১৩৬/১০ (২০ ওভারে, মাসাকাদজা ২৫, বিচমন্ড মতুম্বামি ৫৪, জারভিস ২৭, শফিউল ৩/৩৬, মুস্তাফিজুর ২/৩৮, আমিনুল ২/১৮)। ফল: বাংলাদেশ ৩৯ রানে জয়ী।

এ সম্পর্কিত আরও খবর