ঝড়ো ব্যাটিংয়ে বড় স্কোরের পথে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 08:34:39

শুরুর ১০ ওভারে ৩ উইকেটে ৮৩ রান।

স্কোরবোর্ডে রান সংখ্যা বাংলাদেশকে স্বস্তিতে রাখলেও উইকেট হারানোর সংখ্যাটা কি একটু বেশি হয়ে গেল না? এই সময়ের মধ্যে আরেকটি উইকেট যদি কম হারাতো বাংলাদেশ তাহলে নিশ্চিন্তে বলা যেতো-দাপুটে বাংলাদেশ।

শুরুতে রান খরচা কিছুটা বেশি হলেও বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যানকে ১০ ওভারের মধ্যে ফেরাতে পেরে বেশ উচ্ছ¡সিত মেজাজেই জিম্বাবুয়ে।

লিটন দাস যেভাবে শুরু করেছিলেন, মনে হচ্ছিলো পেছনের সব ব্যর্থতা ঘুচিয়ে দেবেন তিনি এই ম্যাচেই।

ওপেনিং জুটি ভাঙ্গে বাংলাদেশের ৪৯ রানে। ৯ বলে ১১ রান তুলে নতুন ওপেনার নাজমুল হোসেন শান্ত পেসার কাইল জারভিসকে ফলোথ্রুতে ক্যাচ দিয়ে ফিরেন। লিটন দাস ম্যাচের প্রথম ওভারেই শুধু জিম্বাবুয়ের বোলারদের খানিকটা সন্মান দেখালেন। তারপর ব্যাট হাতে যেন ঝড় তুললেন! ছক্কা-চারের বাহার। দ্রুত গতিতেই পৌছে গেলেন ব্যক্তিগত ৩০ রানের ঘরে। লিটন দাস ও নতুন ওপেনার নাজমুল হোসেন শান্ত দলকে চমৎকার শুরু এনে দেন।

মাত্র ৫.১ ওভারেই বাংলাদেশের স্কোরবোর্ডে ৫০ রান জমা হলো। পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে সংগ্রহ দাড়ালো ২ উইকেটে ৫৫ রান।

 পাওয়ার প্লে’র শেষ ওভারে লিটন দাসকে ফেরালেন এমপুফু। লেগসাইডে ফ্লিক করার চেষ্টা করেছিলেন লিটন দাস। বল ব্যাটের কানায় লেগে আকাশে উঠে। ডিপ স্কয়ার লেগে অনেকদুরে দৌড়ে ক্যাচটা হাতে নিলেন মাদজিভা। দারুণ এক ক্যাচ! ২২ বলে ২ ছক্কা ও ৪ বাউন্ডারিতে শেষ হলো লিটন দাসের ইনিংস ৩৮ রানে। সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর মারকুটো ভঙ্গিতে এই ম্যাচে ফর্মে ফেরার একটা তাড়া দেখান লিটন।

অধিনায়ক সাকিব আল হাসানের জন্যও এই সিরিজটা ভালো যাচ্ছে না। লেগস্পিনার রায়ান বার্লের বলে যে কায়দায় সাকিব লং অফে ক্যাচ তুলে দিলেন যেন মনে হলো ক্যাচ প্রাকটিশ করাতে নেমেছেন তিনি। শন উইলিয়ামস জায়গায় দাড়িয়ে সেই ক্যাচ ধরেন। ৯ বলে মাত্র ১০ রান করে সাকিব ড্রেসিংরুমে ফিরে আসেন।

মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিক রহিমের জুটিতে বাংলাদেশের সংগ্রহ একশ পার করে। দুজনেই খেলছিলেন বেশ দাপুটে মেজাজের ব্যাটিং নিয়ে।

এ সম্পর্কিত আরও খবর