জাপানের কাছে উড়ে গেল মেয়েরা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 14:00:59

এএফসি অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের মিশন স্বাগতিক থাইল্যান্ডের কাছে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচেও হারের বৃত্ত থেকে বের হতে পারল না তারা। জাপানের কাছে রীতি মতো ৯-০ গোলে উড়ে গেছে লাল–সবুজের প্রতিনিধিরা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে গোল শূন্য ড্র করেছিল জাপান। থাইল্যান্ডের চোনবুরিতে আজ বাংলাদেশের মেয়েদের পেয়ে গোল উৎসবে মেতে উঠল দূর-প্রাচ্যের সেই দলটি।

টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ। শূন্য পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে এখন দল।

মারিয়া-আঁখিরা আজ বুধবারও (১৮ সেপ্টেম্বর) যে খারাপ খেলবে তা বোঝা গিয়েছিল খেলার শুরুতেই। ম্যাচের প্রথম ৭০ সেকেন্ডের মধ্যেই মানাকা হায়াশির গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। চার মিনিট বাদে মোমোকো নেবুর থ্রো পাস থেকে ব্যবধান দ্বিগুণ করে দেন মাইকা হামানো।  

আক্রমণাত্মক ফুটবল খেলে পুরস্কার পেতে থাকে তিনবারের চ্যাম্পিয়ন জাপান। ১৭তম মিনিটে আঁখি খাতুনের পাস কেড়ে নিয়ে দক্ষিণ এশিয়ার প্রতিনিধিদের জালে বল জড়িয়ে দেন জাপানিজ অধিনায়ক মোয়ে ওতা।  

২৩তম মিনিটে গোল ব্যবধান ৪-০ তে নিয়ে যান মাইকা হামানো। শেষ দিকে কোচ গোলাম রব্বানী ছোটনের দল গোলের বেশ কিছু সম্ভাবনাও তৈরি করে ছিল। কিন্তু জাপানের গোলরক্ষক আকানে ওকুমাকে খুব কমই পরীক্ষায় ফেলতে পেরেছে তারা।

৪৩তম মিনিটে গোল পান মোমোকো নেবু। সুবাদে পাঁচ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জাপান। দ্বিতীয়ার্ধে এসেও ফের শুরু হয় জাপানের গোল বন্যার মিশন। ৪৯তম মিনিটে গোল করেন কায়োনো হিরানাকা। পরে ২০ গজ দূর থেকে নিজের দ্বিতীয় গোল করেন মোমোকো নেবু।

ম্যাচের বয়স এক ঘন্টা পূর্ণ হতেই ম্যাচের অষ্টম গোলের দেখা পান রিরিকা তান্নো। কয়েক সেকেন্ড বাদে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।

বড় ব্যবধানে এগিয়ে থেকেও শেষ দশ মিনিটে গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে জাপানিজরা। তবে বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় ব্যবধানটা আর বাড়েনি।

শনিবার (২১ সেপ্টেম্বর) আয়োজক থাইল্যান্ডের বিপক্ষে খেলবে জাপান। একই দিন বিকেল তিনটায় বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

 

এ সম্পর্কিত আরও খবর