চ্যাম্পিয়ন লিভারপুলের সঙ্গে হার দেখল চেলসি

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 04:26:19

হতাশা দিয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছে লিভারপুলের। চ্যাম্পিয়নরা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্টত্বের টুর্নামেন্টে প্রথম ম্যাচেই হেরে গেল নাপোলির কাছে। ‘ই’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার রাতে ০-২ গোলের হার দেখল ইংলিশ জায়ান্টরা। হেরেছে প্রিমিয়ার লিগের আরেক দল চেলসিও। মঙ্গলবার রাতে ‘স্ট্যামফোর্ড ব্রিজে এইচ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলের জয় তুলে নেয় ভালেন্সিয়া।

ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমতো উড়ছে লিভারপুল। টানা পাঁচ জয়ের তৃপ্তি নিয়ে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু সেখানে শুরুতেই হার দেখতে হয়েছে ফেভারিটদের। নাপোলি দুর্দান্ত খেলেই নিজেদের মাঠে পেয়েছে স্বস্তির জয়।

লিভারপুলের তারকাদের ম্যাচটিতে তেমন খুঁজে পাওয়া যায়নি। মোহাম্মদ সালাহ, সাদিও মানেদের ফুটবল হতাশই করেছে ভক্তদের। দৃষ্টিকটু ফিনিশিংয়ে দেখা পাননি গোলের। এরমধ্যে প্রথমার্ধের শেষ দিকে সালাহর শট পোস্টের বাইরে দিয়ে যায়। একইভাবে খেলার ৫৬ তম মিনিটে এগিয়ে যেতে পারতো লিভারপুল। সাদিও মানে ডি-বক্সে ক্রস ভাসিয়েছিলেন। কিন্তু সালাহ সুযোগটা কাজে লাগাতে পারেন নি।

৮২ তম মিনিটে নাপোলি এগিয়ে যায় মের্টেন্সের গোলে। ডি-বক্সে অ্যান্ড্রু রবার্টসন কায়োহনকে ফাউল করেন  আদ্রিয়ান, পেনাল্টি পেয়ে যায় নাপোলি। গোল করতে ভুল করেন নি মের্টেন্স। এরপর ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ফের্নান্দো লরেন্তে।

‘ই’ গ্রুপের আরেক ম্যাচে সালসবুর্ক ৬-২ গোলে হারায় হেঙ্ককে। এফ’ গ্রুপের প্রথম ম্যাচে চেক রিপাবলিকের দল  স্লাভিয়া প্রাগের সঙ্গে ১-১ ড্র করেছে ইতালির ইন্টার মিলান। ‘জি’ গ্রুপে পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে ২-১ গোলে জয় তুলে নেয় জার্মানির লাইপজিগ।

‘এইচ’ গ্রুপে ইংলিশ ক্লাব চেলসিকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশ দল ভালেন্সিয়া। একমাত্র গোলটি করেছেন রদ্রিগো।

নিজেদের মাঠে চেলসি দুর্দান্ত খেললেও গোলের দেখা পায়নি। যদিও ম্যাচের বয়স বাড়তে থাকলে ভ্যালেন্সিয়াও কাউন্টার অ্যাটাকে কাঁপিয়ে দেয় চেলসির রক্ষণভাগ। কিন্তু গোলের দেখা মিলছিল না কিছুতেই। ৭৪তম মিনিটে এসে রদ্রিগোর গোলে চুপসে যায় স্ট্যামফোর্ডের দর্শকরা।

এরপর সমতা আসতে পারতো খেলায়। ফিকায়ো টোমোরির হেড থেকে যাওয়া বল ড্যানিয়েল ভাসের হাতে লাগলে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি দেন।  কিন্তু স্পট কিক থেকে গোল করতে পারেন নি বার্কলি। ক্রসবারের উপর দিয়ে বল পাঠিয়ে দেন মাঠের বাইরে। হতাশাতেই মাঠ ছাড়ে চেলসি।

এ সম্পর্কিত আরও খবর