৩২ দেশের ৫৫ দলের ফুটবল কোচ রুডির চিরবিদায়

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 22:11:24

না ফেরার দেশে চলে গেলেন গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানো ফুটবল কোচ রুডি গুটেনডর্ফ। ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ব রেকর্ডধারী এ কোচ। খবরটা নিশ্চিত করেন তার ছেলে ফ্যাবিয়ান।

৪৮ বছরের বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে ১৮টি জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন এ জার্মান লিজেন্ড। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ৫ মহাদেশের ৩২টি দেশের ৫৫টি ফুটবল দলের কোচ হিসেবে কাজ করে রেকর্ড গড়েন তিনি।

স্বদেশী শীর্ষ সারির বেশ কয়েকটি ফুটবল ক্লাবের সঙ্গে চিলি, বলিভিয়া, ভেনেজুয়েলা, অস্ট্রেলিয়া, চীন ও ফিজির মতো আরো ১৮টি দেশকে কোচিং করান গুটেনডর্ফ।

‘রেস্টলেস রুডি’ খ্যাত গুটেনডর্ফ ১৯৫৫ সালে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেন সুইজারল্যান্ডের ক্লাব ব্লু স্টারস জুরিখে। ২০০৩ সালে ক্যারিয়ারে শেষবারের মতো কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সামোয়ায়।

আফ্রিকার সাতটি দেশের কোচ ছিলেন গুটেনডর্ফ। কাজ করেন বোতসোয়ানা, তাঞ্জানিয়া, সাও টোমে ই প্রিন্সিপে, ঘানা, মরিশাস, জিম্বাবুয়ে ও রুয়ান্ডার হয়ে।

 

এ সম্পর্কিত আরও খবর