বোলিংয়ে সাইফউদ্দিন, ব্যাটিংয়ে নবি, আফগানিস্তান ১৬৪

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 07:31:06

আগের ম্যাচেই রান উৎসবে মেতেছিল আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৭ রানের পর বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ দিতেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দেরি করেন নি রশিদ খান।  শুরুটা তেমন ভাল না হলেও মোহাম্মদ নবির ব্যাটে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করিয়েছে আফগানরা।

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে রোববার ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে রশিদ খানের দল তুলেছে ১৬৪ রান। জিততে হলে প্রতি ওভারে সাকিব আল হাসানদের চাই ৮ রানের বেশি!

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরুটা অবশ্য দুর্দান্ত ছিল বাংলাদেশের। বোলাররা চটজলদিই সাফ করে দিয়েছিলেন প্রতিপক্ষের টপ অর্ডার।  প্রথম দশ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান তুলে আফগানিস্তান। কিন্তু এরপরই দৃশ্যপট পাল্টে যেতে শুরু করে।

বিস্ময়কর হলেও সত্য পরের ৫ ওভারে ৪৯ রান তুলেন দুই অভিজ্ঞ আসগর আফগান ও মোহাম্মদ নবি। তাদের ব্যাটেই জবাবটা দিয়েছে সফরকারী দল।

অথচ মনে রাখার মতোই শুরুটা হয়েছিল বাংলাদেশের। আগের তিন  টি-টুয়েন্টিতে আফগানদের কাছে হার দেখা দলটি প্রথম ওভারেই প্রথম বলেই পেয়ে যায় উইকেট। দুর্দান্ত এক ডেলিভারিতে মোহাম্মদ সাইফ উদ্দিন উড়িয়ে দেন রহমানউল্লাহ গুরবাজের উইকেট। তার সুইং করা বল খেলতেই পারেননি আফগান ব্যাটসম্যান।

নিজের প্রথম ওভারে উইকেট পেয়েছেন সাকিব আল হাসানও। হজরতউল্লাহ জাজাইকে সাজঘরে ফিরিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক। সাকিবকে ছক্কা মারতে গিয়ে মিস টাইমিং। ক্যাচ জমান লিটন দাস। ২ বলে ১ রানে আউট তিনি।

এরপর নাজিব তারকাকেও সাজঘরের পথ দেখিয়ে দেন সাইফউদ্দিন। তার ব্যাটে ১৩ বলে ২১। ২ ওভারে ১ মেডেনসহ ৪ রানে ১ উইকেট নেয়ার পর একটু বিশ্রামে যান সাকিব। কিন্তু ফিরলেন এক ওভার পরই। আর ফিরেই আবার উইকেট! জিম্বাবুয়ে ম্যাচের নায়ক নাজিবুল্লাহ জাদরানকে ক্যাচ দিতে বাধ্য করেন অধিনায়ক।

কিন্তু এরপরই আসগর আফগান ও নবি গড়েন ৬৭ বলে ৭৯ রানের জুটি। আসগর ফেরান সেই সাইফ।  অপ্রতিরোধ্য হয়ে উঠা আসগরকে দুর্দান্ত এক স্লোয়ারে কাবু করেন পেসার সাইফ। ৩৬ বলে দুই ছক্কা ও তিন চারে ৪০ রান করেন তিনি। দুই বল যেতেই তিনি ফেরান গুলবাদিন নাইবকে।

তারপরও একপ্রান্ত আটকে রানের গতি ঠিক রাখেন নবি।  ৫৪ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন তিনি। বল হাতে দাপট দেখালেন সাইফউদ্দিন। ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৪ উইকেট। এটিই তার টি-টুয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং। ৪ ওভারে ১৮ রানে সাকিবের শিকার ২ উইকেট।

আফগানিস্তান: ২০ ওভারে ১৬৪/৬ (রহমানউল্লাহ ০, জাজাই ১, নাজিব ১১, আসগর ৪০, নাজিবউল্লাহ ৫, নবি ৮৪*, নাইব ০, জানাত ৫*; সাইফ ৪/৩৩, সাকিব ২/১৮)

এ সম্পর্কিত আরও খবর