সাইফুদ্দিন-সাকিবে ‘সাফ’ আফগানিস্তান টপঅর্ডার!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 23:14:26

শুরুটা হলো বাংলাদেশের মন মতোই।

প্রথম বলেই উইকেট নেই আফগানিস্তানের। ব্যাটিং সহায়ক উইকেট টস জিতে ব্যাট করতে নামা আফগানদের মুখের হাসি মিইয়ে গেলো পাওয়ার প্লে’তে। এই পর্বে পুরো ‘পাওয়ার’ দেখালো বাংলাদেশ।

শুরুর ৬ ওভারে আফগানিস্তানের স্কোরবোর্ডে জমা ৪১ রান। হারায় তারা ৪ উইকেট। পাওয়ার প্লে’তে ব্যাটিং শক্তিনাশ হওয়া আফগানিস্তান ১০ ওভার শেষে তুললো ৪ উইকেটে ৬০।

সাইফুদ্দিনের পেস এবং সাকিবের স্পিন-এই যুগপৎ আক্রমণে আফগানিস্তানের ইনিংসের শুরুতেই দাপট দেখায় বাংলাদেশ। সাইফুদ্দিন ম্যাচের প্রথম বলেই উইকেট পান। আগের দিনের ম্যাচে ৪৩ রান করা আফগান ওপেনার রাহমাতউল্লাহ গুরবাজ ফিরলেন শূন্য রানে। সাইফুদ্দিনের দুর্দান্ত ডেলিভারিতে উইকেট উপড়ে যায় গুরুবাজের। বাতাসে সুইং পাওয়া সাইফুদ্দিনের সেই ডেলিভারি মাটিতে পড়ার পর আরেকটু সুইং করে! ডিফেন্স করতে গিয়ে গুরুবাজ দেখলেন স্ট্যাম্প নেই! বোল্ড!! এরচেয়ে দারুণ শুরু আর কি হতে পারে?

ম্যাচের দ্বিতীয় ওভারে অন্যপ্রান্ত থেকে আক্রমণে আসেন সাকিব। উইকেট শিকারের আনন্দে মেতে উঠতে তিনিও বেশি সময় নিলেন না। সাকিবের ওভারের চতুর্থ বলেই আফগানিস্তানের আরেক ওপর হযরতউল্লাহ জাজাই যে শট খেললেন তাকে বলে ¯øগ শট! ব্যাটের কানায় লেগে অনেক উঁচুতে ক্যাচ উঠলো। মিড উইকেট বাউন্ডারির লাইনের সামান্য ভেতরে দাড়ানো লিটন দাস আরেকটু পিছনে সরে দুহাতে ক্যাচটা নেন।

আফগানিস্তানের দ্বিতীয় উইকেটের পতন ১০ রানে।

সাইফুদ্দিন নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে নাজিব তারাকাই মিডউইকেট দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান। পরের বলেও ঠিক একই অ্যাডভেঞ্চার করতে গিয়ে ফিরলেন ক্যাচ হয়ে।
 
শুরুর ৩ ওভারে ১৯ রানে ৩ উইকেট হারালো আফগানিস্তান। ২ ওভারে ১ মেডেনসহ ৪ রানে ১ উইকেট নেয়ার পর সাকিব একটু বিশ্রামে গেলেন। কিন্তু ফিরলেন এক ওভার পরেই। এবং ফিরেই আবার উইকেট! জিম্বাবুয়ে ম্যাচের নায়ক নাজিবুল্লাহ জাদরানকে ক্যাচ দিতে বাধ্য করলেন সাকিব। সৌম্য সরকার ক্যাচটা নেন। আগের ম্যাচে অপরাজিত ৬৯ রান করা জাদরান এদিন ফিরলেন মাত্র ৫ রান তুলে।

আফগানিস্তানের স্কোরবোর্ডে শুরুর ৬ ওভারে জমা ৪১ রানে ৪ উইকেট।

এ সম্পর্কিত আরও খবর