রিয়ালের কষ্টের জয়

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 05:23:47

মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়িয়েছেন করিম বেনজেমা। পেয়েছেন জোড়া গোল। কিন্তু তারপরও ঘরের মাঠে কষ্ট করেই জিততে হলো রিয়াল মাদ্রিদকে। অতিথি লেভান্তেকে কোচ জিনেদিন জিদানের শিষ্যরা ধরাশায়ী করেছে ৩-২ গোলে।

এনিয়ে টানা দুই ড্রয়ের পর জয়ের দেখা পেল রিয়াল। তবে স্প্যানিশ লিগে এখনো পর্যন্ত হারেনি স্পেনের রাজধানীর এ জায়ান্ট ক্লাব। লিগের নতুন মৌসুমটা অবশ্য জয় দিয়েই শুরু করেছিল তারা।

শনিবার সান্টিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ২৫তম মিনিটেই স্বাগতিক রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। তবে নিজের দ্বিতীয় গোল দিতে খুব বেশি সময় নেননি এ ফরাসি স্ট্রাইকার। ৬ মিনিট বাদেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন রিয়ালের এ তারকা ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের আগেই তৃতীয় গোলের সন্ধান পেয়ে যায় গ্ল্যাকটিকোরা। বিরতিতে যাওয়ার পাঁচ মিনিট আগে গোল ব্যবধান ৩-০ নিয়ে যান ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো।

৫৯তম মিনিটে লেভান্তের হয়ে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড বোরজা মায়োরাল। ৭৫তম মিনিটে সফরকারীদের দ্বিতীয় গোল উপহার দেন মিডফিল্ডার গনজালো মেলেরো। ফলে ড্রয়ের বৃত্তে আটকে থাকার আশঙ্কাই পেয়ে বসে ছিল রিয়াল ভক্তদের। শেষমেশ তেমন কিছু হয়নি। জয় নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল।

তবে স্প্যানিশ লিগে অভিষেক হলেও গোলের দেখা পাননি ইডেন হ্যাজার্ড।

এনিয়ে লা লিগায় চার ম্যাচ খেলে দুই জয় আর দুই ড্রয়ে রিয়ালের সংগ্রহ দাঁড়াল ৮ পয়েন্ট।

এ সম্পর্কিত আরও খবর