শ্রীলঙ্কার বিপক্ষে সরফরাজই পাকিস্তানের অধিনায়ক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 08:20:53

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে পাকিস্তানের নেতৃত্বে থাকছেন সরফরাজ আহমেদই। প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক ও পিসিবি ক্রিকেট কমিটির সুপারিশের ভিত্তিতেই অধিনায়ক হিসেবে থেকে যাচ্ছেন সরফরাজ।

ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনালে দলকে তুলতে না পারার কারণে সরফরাজের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তাই বিশ্বকাপের পর পাকিস্তানের নেতৃত্ব পরিবর্তনের নানা গুঞ্জন ডানা মেলেছিল। কিন্তু বাস্তবে তেমন কিছু ঘটল না।

একদিনের ক্রিকেটে সরফরাজ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন ২০১৭ সাল থেকে। সে বছর তার নেতৃত্বে পাকিস্তান প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জেতে। তবে টি-টুয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন ২০১৬ সালের এপ্রিল থেকে।

সব মিলিয়ে ১৩ টেস্ট, ৪৮ ওয়ানডে ও ৩৪ টি-টুয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিয়ে জয় পান ৪, ২৬ ও ২৯ ম্যাচে।

তবে সরফরাজের ডেপুটি হিসেবে থাকছেন বাবর আজম। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এ খবর নিশ্চিত করেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।

টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হবে সোমবার (১৬ সেপ্টেম্বর)। ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ক্যাম্প শেষে চূড়ান্ত দলের ঘোষণা আসবে ২৩ সেপ্টেম্বর।

এ সম্পর্কিত আরও খবর