ফিলিপাইনে স্বর্ণপদক জিতলেন আর্চার রোমান সানা

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 12:35:08

একের পর এক সাফল্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন রোমান সানা। এবার আরও এক সাফল্য যোগ হয়েছে বাংলাদেশের এই আর্চারের নামের পাশে। এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-৩) রিকার্ভ পুরুষ এককে সেরা হলেন বাংলাদেশের আর্চার রোমান সানা।

ফিলিপাইনের ক্লার্ক সিটিতে শুক্রবার ৭-৩ ব্যবধানে চীনের ঝেনকি শিকে হারিয়ে সোনার পদক জেতেন রোমান। যদিও লড়াইটা বেশ জমেছিল।

স্বর্ণের লড়াইয়ে প্রথম সেটে ২৮-২৮  ড্র করেন। দ্বিতীয় সেটে ২৯-২৬ ব্যবধানে হেরে বসেন তিনি। তৃতীয় সেটে ২৭-২৫ ব্যবধানে জিতে লড়াইয়ে ফেরেন রোমান। এরপর চতুর্থ সেটে জিতেন ২৮-২৫ পয়েন্টে। আর শেষ সেটে তুমুল লড়াইয়ের পর ঝেনকি শিকেকে হারান ২৮-২৭ পয়েন্টে। জেতেন সোনার পদক।

টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালে অনায়াসে জিতলেও পদকের লড়াইয়ে কঠিন পরীক্ষা দিতে হয়েছে রোমান সানাকে।

এর আগে গত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জিতেছিলেন বাংলাদেশের আর্চার রোমান।  ২০২০ সালের টোকিও অলিম্পিকে সরাসরি খেলার টিকিটও পেয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর