বাটলারই এখন ইংল্যান্ডের স্বপ্নসারথি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 06:41:31

ট্রাভিস হেডের বদলি নেমেই বল হাতে ঝড় তুললেন মিচেল মার্শ। আঘাত হানলেন ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপে। স্বাগতিকদের বিরত রাখলেন বড় সংগ্রহ থেকে। তবে জো রুট আর জস বাটলারের জোড়া হাফ-সেঞ্চুরিতে ইংলিশরা প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৭১ সংগ্রহ করেছে।

দ্য ওভালে পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টে টস হেরে ব্যাট হাতে নেমে দলীয় ২৭ রানে ওপেনার জো ডেনলিকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের আভাস পায় ইংল্যান্ড। কিন্তু ওয়ানডাউনে নামা অধিনায়ক জো রুটের (৫৭) সঙ্গে অন্য ওপেনার ররি বার্নস (৪৭) ৭৬ রানের জুটি গড়ে বিপদ কাটিয়ে উঠেন।

দলকে সম্মানজনক একটা স্কোরে পৌঁছে দিয়ে এখনো ব্যাট হাতে লড়ে যাচ্ছেন জস বাটলার। ৬৪ (ব্যাটিং) রানে উইকেটের এক প্রান্ত আগলে রেখে ইংল্যান্ডের বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়ে চলেছেন তিনি। ১০ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন জ্যাক লিচ।

মিচেল মার্শ ৩৫ রান খরচায় উইকেট শিকার করেন ৪টি। তার সঙ্গে দুটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৭১/৮, ৮২ ওভার (বাটলার ৬৪ ব্যাটিং, রুট ৫৭, বার্নস ৪৭; মার্শ ৪/৩৫, হ্যাজলউড ২/৭৬ ও কামিন্স ২/৭৩)।

এ সম্পর্কিত আরও খবর