হকিতে হংকংয়ের কাছে হারল মেয়েরা

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 22:08:21

জুনিয়র এএইচএফ কাপ হকিতে হংকং চায়নার কাছে ১-০ গোলে হার মেনেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল।

আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর সুখস্মৃতি নিয়ে সেংক্যাং হকি স্টেডিয়ামের ১ নম্বর মাঠে নামা বাংলাদেশের মেয়েরা শুরুটা দারুণ করেছিল। কিন্তু প্রথম কোয়ার্টারে দুটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয় কোয়ার্টারে বল নিয়ন্ত্রণে এগিয়ে যায় হংকং। ২৭তম মিনিটে সো মেই কেই-এর ফিল্ড গোলে লিড নেয় দলটি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রাণান্ত চেষ্টা চালায় বাংলাদেশের মেয়েরা। চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে দুটি পেনাল্টি কর্নার পেলেও তা নষ্ট করে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে বাধ্য হয় বাংলাদেশ।

তিন ম্যাচ খেলে এক জয়ের বিপরীতে দুই হারে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। ৭ পয়েন্ট নিয়ে পুল ‘বি’তে সবার ওপরে চাইনিজ তাইপে।

শনিবার নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ উজবেকিস্তানকে মোকাবেলা করবে বাংলাদেশ।

স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ৩-০ গোলে হার মানার পর দ্বিতীয় ম্যাচে জয়ে ফেরে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে ২-০ গোলের ঐতিহাসিক জয় পায় মেয়েরা।

আসরের সেরা দুই দল খেলবে ২০২০ জুনিয়র এশিয়া কাপের মূল পর্বে।

এ সম্পর্কিত আরও খবর