জয় দিয়েই শেষ করতে চায় অস্ট্রেলিয়া

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 04:33:10

পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে এখন অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচ ড্র হওয়ায় ঐতিহ্যবাহী এই ট্রফি থেকে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন সফরকারীদের হাতেই। কিন্তু সিরিজ ধরে রেখেও মন ভরছে না অজিদের। তাদের চাই সিরিজ জেতা। ক্যাপ্টেন টিম পেইন তাই জানিয়ে দিয়েছেন, ‘ট্রফি ধরে রাখতে নয় জিততে এসেছি আমরা।’

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া সিরিজের শেষ ও পঞ্চম টেস্ট জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে অতিথি দলটি। কিন্তু সিরিজ জিততে না পারলেও অন্তত সান্তনার ড্রয়ে শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ স্বাগতিক ইংল্যান্ড। এজন্য তারা দলে এনেছে পরিবর্তন।

লন্ডনের ওভাল থেকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার লাল বলের লড়াই টিভির পর্দায় সরাসরি দেখা যাবে বিকেল ৪টা থেকে।

ক্রিকেট অনুরাগীদের জন্য সাজানো রয়েছে টি-টুয়েন্টি রোমাঞ্চের পসরা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে শুক্রবার ভোর ৬টা থেকে। একমাত্র ম্যাচে জ্যামাইকার মুখোমুখি সেন্ট লুসিয়া।

থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ দর্শকরা সরাসরি টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।

চলুন দেখে নেই বৃহস্পতিবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
অ্যাশেজ সিরিজ
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
পঞ্চম টেস্ট, প্রথম দিন
সরাসরি বিকেল ৪টা
সনি সিক্স

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
জ্যামাইকা-সেন্ট লুসিয়া
শুক্রবার ভোর ৬টা

কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান

এ সম্পর্কিত আরও খবর