অধিনায়কের পর নতুন কোচ পাচ্ছে উইন্ডিজ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 01:50:31

রিচার্ড পাইবাসের চাকরি হারানোর পর থেকেই অস্থায়ী কোচে চলছে ওয়েস্ট ইন্ডিজ। আপদকালীন কোচ হিসেবে কাজ করছেন ফ্লোয়েড রেইফার। কিন্তু এভাবে আর কতদিন চলবে? খুব শিগগিরই আসছে পরিবর্তন।

নতুন স্থায়ী কোচ খুঁজে পেতে কাজ শুরু করেছে ক্রিকেট উইন্ডিজ। নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেই যোগ্য কোচকে বেছে নেবে ক্যারিবিয়ানরা।

এ লক্ষ্যে খুব শিগগিরই কোচের পদে আবেদন চেয়ে বিজ্ঞাপন দিবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ২০ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে আবেদন।

সোমবার (৯ সেপ্টেম্বর) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) নতুন নির্বাচন কাঠামো ও নীতিমালা ঘোষণা করেছে। একজন কার্যনির্বাহী নির্বাচক (প্রধান নির্বাচক), একজন নির্বাচক ও প্রধান কোচ মিলে এখন থেকে দল নির্বাচন করবেন। সঙ্গে ঘোষণা এসেছে নতুন অধিনায়কের নামও।

চার মাসের দীর্ঘ সমীক্ষা আর পর্যালোচনা শেষে এসেছে এ পরিবর্তন। সাবেক ও বর্তমান ক্রিকেটার, কোচ, ক্রিকেট প্রশাসক, ফ্র্যাঞ্চাইজিদের প্রধান নির্বাহী ও প্রায় ২৭০০ ভক্ত সমর্থকরা মতামত দিয়েছেন ক্রিকেটের পরিবর্তন নিয়ে।

সাদা বলের ক্রিকেটে উইন্ডিজকে এখন নেতৃত্ব দিবেন কিয়েরন পোলার্ড। ফলে ওয়ানডে ক্রিকেটে জেসন হোল্ডার ও টি-টুয়েন্টিতে কার্লোস ব্রাফেট তাদের নেতৃত্ব হারালেন।

এ সম্পর্কিত আরও খবর