বাংলাদেশ নারী হকি দলের ঐতিহাসিক জয়

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 05:27:32

আগের ম্যাচেই নতুন এক ইতিহাস গড়ে দল। দেশের বাইরে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের নারীরা। অবশ্য অভিষেকে জয়ের দেখা পায়নি তারা। কিন্তু এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকিতে দ্বিতীয় ম্যাচেই বাজিমাত রিতু খানমের দলের।

প্রথম জয়টাতো ঐতিহাসিকই। সেই ইতিহাসই মঙ্গলবার রচিত হলো সিঙ্গাপুরে। নারী হকিতে অভিষেক হওয়ার পর দ্বিতীয় ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। এএইচএফ অনূর্ধ্ব-২১ নারী হকিতে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

মেয়েদের হকির ইতিহাসে এবারই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ জিতল বাংলাদেশ। 

০-৩ গোলে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে হারের পর দিনই ধরা দিল জয়। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় দল। গোলটি করেন তারিন খুশি। এরপর দ্বিতীয়ার্ধে লাল-সবুজের প্রতিনিধিরা পায় আরেকটি গোল। অন্য গোলটি করেন অধিনায়ক রিতু খানম।  

বৃহস্পতিবার টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে লড়বে হংকংয়ের বিপক্ষে।

বাংলাদেশ দল-
গোলরক্ষক : সুমি আক্তার ও রিয়া আক্তার স্বর্ণা।
রক্ষণভাগ : রিতু খানম, জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, মুক্তা খাতুন, রানি আক্তার, রিয়া মনি ও পারভিন আক্তার।
মিডফিল্ড : লিমা খাতুন, ফারদিয়া আক্তার রাত্রি, সানজিদা আক্তার সাথী, সানজিদা আক্তার মনি, মোকসেদা মুন্নী ও নাদিরা (মিডফিল্ড ও ফরোয়ার্ড)।
ফরোয়ার্ড : নমিতা কর্মকার, সাদিয়া খাতুন, তারিন আক্তার খুশি, অর্পিতা পাল ও তাসমিম আক্তার মিম।

এ সম্পর্কিত আরও খবর