১৮.৩ ওভারের ম্যাচ হচ্ছে শেষমেষ! টেস্ট বাঁচাতে পারবে বাংলাদেশ?

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম থেকে | 2023-08-21 03:48:57

শেষ পর্যন্ত সুসংবাদ শুনলো আফগানিস্তান। চট্টগ্রাম টেস্টের শেষ দিনের খেলা আরেকবার শুরু হচ্ছে। শেষ বিকালে মাঠ যখন প্রস্তুত হলো তখন হাতে সময় তেমন নেই। আম্পায়াররা জানালেন ১ ঘন্টা ১০ মিনিট খেলা হবে। ওভারের হিসেবে অন্তত ১৮.৩ ওভার খেলা হতে হবে।

বিকেল ৪টা ২০ মিনিটে খেলা শুরু হবে আম্পায়াররা জানান। চলবে ৫টা ৩০ মিনিট পর্যন্ত।

এই ১ ঘন্টা ১০ মিনিটে বাংলাদেশ খেলতে নামবে চট্টগ্রাম টেস্ট বাঁচাতে। আর আফগানিস্তান নামবে ম্যাচ জিততে। জেতার জন্য তাদের এই সময়ের মধ্যে বাংলাদেশের বাকি ৪ উইকেট শিকার করতে হবে। আর ম্যাচ জয় থেকে বাংলাদেশ অনেক অনেক দুরে। চাই আরো ১৫৫ রান। মাত্র ১৮.৩ ওভারে সেই রান তাড়ার পথে নামার মতো ‘আত্মহত্যার’ পথে নিশ্চয়ই হাঁটবে না বাংলাদেশ।

শেষ বিকালের ১১১ বল কি ঠেকিয়ে দিতে পারবে বাংলাদেশ?

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ৩৪২/১০ (১১৭ ওভারে, রহমত শাহ ১০২, আসগর আফগান ৯২, আফসার ৪১, রশিদ খান ৫১, তাইজুল ৪/১১৬)  ও ২৬০/১০ (৯০.১ ওভারে। বাংলাদেশ ২০৫/১০ ও ১৩৬/৬ ( ৯০.১ ওভারে, ইব্রাহিম জাদরান ৮৭, আসগর আফগান ৫০, আফসার ৪৮, রশিদ খান ২৪, সাকিব ৩/৫৮) বাংলাদেশ ২০৫/১০ (৭০.৪ ওভারে, লিটন ৩৩, মমিনুল ৫২, মোসাদ্দেক ৪৮*, রশিদ খান ৫/৫৫, নবী ৩/৫৬) ও ১৪৩/৬ (৪৬.৩ ওভারে, সাদমান ৪১, মুশফিক ২৩, সাকিব ৪৪*, সৌম্য ২*, রশিদ ৩/৪৮)

এ সম্পর্কিত আরও খবর