বাংলাদেশকে শেষদিনে খেলতে হবে অন্তত ৬৩ ওভার

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম থেকে | 2023-08-23 01:53:15

সব সংশয় কেটে গেলো। চট্টগ্রাম টেস্টের পঞ্চম এবং শেষদিনের খেলা শুরু হবে দুপুর একটায়।

বৃষ্টি থামার পর মাঠ কর্মীরা দ্রুতই মাঠ খেলার উপযোগী করে তোলেন। বাংলাদেশ দল দুপুর ১২টা ২১ মিনিটে মাঠে আসে। আর আম্পায়াররা দুপুর ১২টা ২৬ মিনিটে মাঠ পরিদর্শন করেন। উইকেটের চারধারে ঘুরে তারা বেশ সন্তুষ্ঠ হন। পরে জানিয়ে দেন দুপুর ১টায় পঞ্চমদিনের খেলা শুরু হবে।

মাঠে এসেই সাকিব আল হাসান সরাসরি মাঠে চলে আসেন। ব্যাট হাতে নিয়ে উইকেটে দাড়িয়ে বেশ খানিকক্ষণ তিনি স্যাডো ব্যাটিং প্র্যাকটিস করেন। যার বেশিরভাগই ছিলো ডিফেন্স শট।

এই ম্যাচ বাঁচাতে হলে সামনের সময়টায় এখন সাকিবকে এমন রক্ষণাত্মক ব্যাটিংই তাহলে করতে হবে?

শেষদিনের খেলার সময়সুচি পুনঃনির্ধারণ করা হয়েছে। দুপুর ১টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত প্রথম সেশন। ৩টা ১০ থেকে ৩টা ৩০ পর্যন্ত চা বিরতি। এরপর দুপুর ৩টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শেষ সেশনের সময় নির্ধারন করা হয়েছে। এরপর ম্যাচের শেষ ঘন্টা শুরু হবে। যা চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। চার ঘন্টা ১০ মিনিটের এই খেলার সময়ের জন্য সর্বনিম্ম ৬৩ ওভার খেলা হবে। শেষ ওভারের খেলা শুরুর আগে অন্তত ৪৮ ওভার হতে হবে।

এ সম্পর্কিত আরও খবর