টিভিতে সোমবারের খেলা

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 09:50:50

চট্টগ্রাম টেস্টে  এখনো ২৬২ রানে পিছিয়ে বাংলাদেশ। হাতে পুরো একটা দিন থাকলেও উইকেট আছে মাত্র ৪টি। টেস্ট ক্রিকেটের নবীন দল আফগানিস্তান নিজেদের তৃতীয় টেস্টে এসেই ঐতিহাসিক জয়ে রেকর্ড গড়ার স্বপ্নে বিভোর।

অতিথিদের স্বপ্ন ভাঙতে হলে সাকিব আল হাসানদের বিস্ময়কর কিছুই করে ফেলতে হবে। পঞ্চম দিনে এসে যেটা এক রকম অসম্ভবই। এখন বৃষ্টিই কেবল ম্যাচ ড্র করে হারের লজ্জা থেকে বাঁচাতে পারে লাল-সবুজদের। সকাল থেকেই সেই স্বস্তির বৃষ্টি চলছে চট্টগ্রামে।

সোমবার, ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচের পঞ্চম দিনের খেলা সরাসরি সকাল দশটায় টিভিতে শুরুর কথা ছিল। কিন্তু বৃষ্টিতে বন্ধ রয়েছে পঞ্চম ও শেষ দিনের মাঠের লড়াই।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০ আসরের বাছাই পর্বে উত্তর আয়ারল্যান্ড আতিথ্য দিতে যাচ্ছে জার্মানিকে। আর স্কটল্যান্ড সফরে যাচ্ছে  বেলজিয়াম। আর আজারবাইজানের মুখোমুখি ক্রোয়েশিয়া।

থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ দর্শকরা সরাসরি টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।

চলুন দেখে নেই সোমবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
বাংলাদেশ-আফগানিস্তান
একমাত্র টেস্ট, পঞ্চম দিন
সরাসরি সকাল ১০টা
বিটিভি, জিটিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

ফুটবল
ইউরো ২০২০ বাছাই
আজারবাইজান-ক্রোয়েশিয়া
সরাসরি রাত ১০টা
সনি টেন টু ও সনি লাইভ

স্কটল্যান্ড-বেলজিয়াম
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি লাইভ, সনি টেন ১

উ. আয়ারল্যান্ড-জার্মানি
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি টেন ২, সনি লাইভ

এস্তোনিয়া-নেদারল্যান্ডস
হাঙ্গেরি-স্লোভাকিয়া
পোল্যান্ড-অস্ট্রিয়া
রাশিয়া-কাজাখস্তান
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি লাইভ

কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান

এ সম্পর্কিত আরও খবর