চট্টগ্রামে বৃষ্টি! আফগানিস্তান মাঠে, বাংলাদেশ দল হোটেলে!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 12:58:01

চট্টগ্রাম থেকে: আরেকবার বৃষ্টি চট্টগ্রাম টেস্টের শিরোনামে। পঞ্চম ও শেষদিনের সকাল জুড়ে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বৃষ্টির পানিতে সয়লাব প্রায়! আগের রাত এবং ভোর বেলার অঝোর বৃষ্টিতে এই টেস্টের শেষদিনের খেলা নিয়ে আরেকবার ঘোরতর সংশয়।

শেষদিনের খেলা নির্ধারিত সময় শুরু হচ্ছে না। সকাল সাড়ে ৯টা থেকে এদিনের খেলা শুরুর নির্ধারিত সময় ছিলো। বৃষ্টির পানিতে মাঠের যা অবস্থা তাতে যদি বৃষ্টি থেমেও যায় তবুও দিনের প্রথম সেশনের খেলা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে!

সকাল ৯টায় এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশ দল তখনো মাঠেই আসেনি। কিন্তু আফগানিস্তান দল ঠিকই আগেভাগে মাঠে চলে আসে। চট্টগ্রাম টেস্ট জয় থেকে এখন মাত্র ৪ উইকেট দূরে দাড়িয়ে আফগানিস্তান।

জিততে হলে এই ম্যাচে বাংলাদেশের টার্গেট ৩৯৮ রান। চতুর্থদিনের খেলা শেষে বাংলাদেশ করেছে ৬ উইকেটে ১৩৬ রান। ম্যাচ জিততে শেষদিনে বাংলাদেশের চাই আরও ২৬২ রান। পরিস্থিতির বিবেচনায় যা ভীষণ ভীষণ কঠিন কাজ। আর তাই বৃষ্টি শেষদিনে বাংলাদেশের জন্য আশীর্বাদ হলেও আফগানদের জন্য হতাশার এক নাম!

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ৩৪২/১০ (১১৭ ওভারে, রহমত শাহ ১০২, আসগর আফগান ৯২, আফসার ৪১, রশিদ খান ৫১, তাইজুল ৪/১১৬) ও ২৬০/১০ (৯০.১ ওভারে। বাংলাদেশ ২০৫/১০ ও ১৩৬/৬ ( ৯০.১ ওভারে, ইব্রাহিম জাদরান ৮৭, আসগর আফগান ৫০, আফসার ৪৮, রশিদ খান ২৪, সাকিব ৩/৫৮) বাংলাদেশ ২০৫/১০ (৭০.৪ ওভারে, লিটন ৩৩, মমিনুল ৫২, মোসাদ্দেক ৪৮*, রশিদ খান ৫/৫৫, নবী ৩/৫৬) ও ১৩৬/৬ (৪৪.২ ওভারে, সাদমান ৪১, মুশফিক ২৩, সাকিব ৩৯*, সৌম্য ০*, রশিদ ৩/৪৬) চতুর্থদিন পর্যন্ত

এ সম্পর্কিত আরও খবর