মিডিয়া ফুটবলে ফেয়ার প্লে ট্রফি বার্তার

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 00:47:10

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেই মিশন শেষ হয়েছিল বার্তাটোয়েন্টিফোর.কমের। টানা তিন জয়ের পর টাইব্রেকার দুঃস্বপ্নে আটকে যায় বার্তার ফুটবল যাত্রা। তবে চার ম্যাচ খেলে শেষ আটে পা রেখেই নজর কেড়ে নেয় দেশের প্রথম এ ডিজিটাল মাল্টিমিডিয়া অনলাইন নিউজপোর্টালটি।

সেই সাফল্যের সঙ্গে যোগ হয়েছিল শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, টিম স্পিরিট। অন্য দলগুলো যেখানে খেলোয়াড় সঙ্কটে ভুগেছে সেখানে খেলা শুরুর অনেক আগেই হাজির বার্তার খেলোয়াড়রা। অধিনায়ক স্পেশাল করেসপন্ডেন্ট সেরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে পুরো দলটাই মাঠে ছিল এক সুতোয় গাঁথা।



মাঠের বাইরে ম্যানেজার আরেক স্পেশাল করেসপন্ডেন্ট মবিনুল ইসলাম সারাক্ষণই ছিলেন তৎপর। প্রতি ম্যাচেই মাঠের বাইরে ছিল জিভে জল আনা খাবারের সমাহার। স্পেশাল করেসপন্ডেন্ট খুররম জামানের মেন্যুতে ছিল চমক। বার্তার উৎসব মুখরতা ছুঁয়ে গেছে আয়োজকদেরও।

খেলার বাইরের এই ব্যাপারগুলো চোখে পড়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফুটবল কমিটির। এ কারণেই রিপোর্টারদের শীর্ষ সংগঠনটি তাদের মিডিয়া ফুটবলে সম্মানিত করেছে বার্তাটোয়েন্টিফোর.কম-কে। টুর্নামেন্টে ফেয়ার প্লে ট্রফি জিতেছে বার্তা!



রোববার রাজধানীর ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে স্বীকৃতি বুঝে পেল ডিজিটাল মাল্টিমিডিয়ায় অল্প দিনেই নজর কাড়া পোর্টালটি। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বার্তার খেলোয়াড়, কর্মকর্তাদের হাতে তুলে দেন ট্রফি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম ভূয়সী প্রশংসা করেন বার্তার। তিনি বলেন, ‘আমাদের এবারের ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট ৪০টি মিডিয়া হাউজ। যেখানে আলাদা করেই আমাদের চোখে পড়েছে বার্তাটোয়েন্টিফোর.কম-কে। তাদের পরিচ্ছন্ন খেলা, মাঠ ও মাঠের বাইরের শৃঙ্খলা মুগ্ধ করেছে সবাইকে। প্রথমবার অংশ নিয়েই বার্তার সাংবাদিকরা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ জন্য তাদের ফেয়ার প্লে ট্রফি দিয়ে খোদ রিপোর্টার্স ইউনিটিও সম্মানিত।’



ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে আরটিভি। রোববার ফাইনালে চ্যানেল টোয়েন্টি ফোর’কে টাইব্রেকারে হারায় তারা। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ফাইনালে আরও উপস্থিত  ছিলেন  ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ঢাকা রিপোর্টার্স  ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীমসহ অনেকেই।

বার্তার ফুটবল দল-
সেরাজুল ইসলাম সিরাজ (অধিনায়ক), শাহজাহান মোল্লা, খুররম জামান, আপন তারিক, শেখ নাসির, মাহফুজুল ইসলাম, ইসমাইল হোসেন রাসেল, ইশতিয়াক হুসেন, মাজেদুল নয়ন ও মবিনুল ইসলাম (ম্যানেজার)।

আরও পড়ুন-

মাঠে ও ম্যাচে মুগ্ধতা ছড়াচ্ছে বার্তা!

অপরাজিত গ্রুপসেরা হয়ে শেষ আটে বার্তা

টাইব্রেকার দুঃস্বপ্নে আটকে গেলো বার্তার ফুটবল যাত্রা

এ সম্পর্কিত আরও খবর