চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের জয়ের টার্গেট ৩৯৮ রান

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম থেকে | 2023-08-28 00:20:59

চট্টগ্রাম টেস্ট জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৯৮ রান। আফগানিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে থেমে যায় ২৬০ রানে।

চতুর্থদিন সকালে আফগানিস্তানের বাকি ইনিংস টিকে মাত্র ২৩ মিনিট। আগের দিনের স্কোরের সঙ্গে আর মাত্র ২৩ যোগ করে তারা। খেলে মাত্র ৩৯ বল। হারায় বাকি দুই উইকেট।

বৃষ্টির কারনে সকালে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। লাঞ্চের সময় পিছিয়ে দেয়া হয় দুপুর ১টায়। খেলা শুরু হয় সকাল ১১টা ৫০ মিনিটে। শেষের দুই উইকেট নিয়ে খেলতে নামা আফগানিস্তান এদিন সকালে ব্যাট হাতে বেশিকিছু করতে পারেনি। মুলত তারা লিড ৪০০ রানের ওপরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছিল। সেজন্যই চতুর্থদিনে ব্যাট করতে নামে। তবে সেই লক্ষ্য তাদের পুরো হয়নি। কিন্তু তারপরও তারা এই টেস্টে বাংলাদেশের সামনে ম্যাচ জয়ের যে বিশাল টার্গেট দাড় করিয়েছে।

চতুর্থ ইনিংসে বাংলাদেশ আগে কখনো এতো বেশি রান তাড়া করে জেতেনি। এর আগে বাংলাদেশ চতুর্থ ইনিংসে জিতেছিলো ২১৭ রান তাড়া করে। ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গ্রানাডা টেস্টে।

আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জিততে হলে বাংলাদেশকে করতে হবে নতুন রেকর্ড।

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ৩৪২/১০ ও ২৬০/১০। বাংলাদেশ ২০৫/১০



এ সম্পর্কিত আরও খবর