সংশয় কাটল, চতুর্থদিনের খেলা শুরু সকাল ১১টা ৫০ মিনিটে

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম থেকে | 2023-08-17 21:35:21

সব আশঙ্কা কেটে গেল। চট্টগ্রাম টেস্টের খেলা লাঞ্চের আগেই শুরু হচ্ছে। আম্পায়াররা জানান, সকাল ১১টা ৫০ মিনিটে চতুর্থদিনের খেলা শুরু হবে। লাঞ্চের সময় পিছিয়ে দেয়া হয়েছে। চতুর্থদিনের লাঞ্চ হবে দুপুর ১টায়।

আম্পায়াররা সকাল সোয়া ১১টায় মাঠ পরিদর্শনের পর জানান- চতুর্থদিনের খেলা হবে ১১টায় ৫০ মিনিটে। প্রথম সেশন চলবে দুপুর ১টার লাঞ্চ পর্যন্ত। দুপুরে ৪০ মিনিটের লাঞ্চের পর দ্বিতীয় সেশন শুরু হবে ১ টা ৪০ মিনিটে। এই দ্বিতীয় সেশনের খেলা চলবে ৩টা ৪০ মিনিট পর্যন্ত। চা বিরতি অনুষ্ঠিত হবে ৩টা ৪০ থেকে বিকেল ৪টা পর্যন্ত। শেষ সেশন শুরু হবে ৪ টা থেকে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত। চতুর্থদিন সবমিলিয়ে অন্তত পক্ষে ৭৩ ওভার খেলা অনুষ্ঠিত হবে।

বৃষ্টির কারণে এই টেস্টের চতুর্থদিনের সকালের সেশন নির্ধারিত সময়ে শুরু করা যায়নি।

খেলা শুরুর কথা ছিল ৯টা ৪০ মিনিটে। সেই খেলা শুরু হবে এখন ১১টা ৫০ মিনিটে।

চট্টগ্রাম টেস্টে আফগানিস্তান এখন ৩৭৪ রানে এগিয়ে আছে। তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ৮ উইকেটে ২৩৭ রান তুলে। প্রথম ইনিংসে আফগানিস্তান করেছিলো ৩৪২ রান। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ২০৫ রানে।

এ সম্পর্কিত আরও খবর