রোনালদোর পর্তুগালের প্রথম ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-10 05:15:21

ফুটবল ময়দানে দ্যুতি ছড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেলেন দুর্দান্ত এক গোলের দেখা। সুবাদে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল ৪-২ গোলে ধরাশায়ী করেছে সার্বিয়াকে। আর কিংসলে কোম্যানের জোড়া গোলে ইউরো ২০২০ বাছাই পর্বে বিশ্বকাপ জয়ী ফ্রান্স ৪-১ ব্যবধানে ধসিয়ে দিয়েছে আলবেনিয়াকে।

তুরস্কের কাছে হারের পর এনিয়ে ফরাসিরা জিতল টানা দ্বিতীয় ম্যাচ। আর টানা দুই ড্রয়ের পর এই প্রথম জয়ের দেখা পেল পর্তুগাল। দলের জয়ের সঙ্গে এ বারের বাছাই পর্বে এই প্রথম গোলের দেখা পেলেন সিআর সেভেন।

শনিবার রাতে (৭ সেপ্টেম্বর) সার্বিয়ার মাঠে উইলিয়াম কারভালহোর গোলে ম্যাচের ৪২তম মিনিটে এগিয়ে যায় উয়েফা ন্যাশন্স লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল। ৫৮তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন গনকালো গুয়েদেস।

দশ মিনিট বাদেই গোল করেন সার্বিয়ার মিলেনকোভিচ। ৮০তম মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে চোখ জুড়িয়ে নেয় ফুটবল প্রেমীরা। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ব্যবধান কমান প্রতিপক্ষের মিত্রোভিচ। এক মিনিট যেতে না যেতেই সার্বিয়ার জালে বল জড়িয়ে দেন বানার্ডো সিলভাও।

তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে ‘বি‘ গ্রুপে দ্বিতীয় স্থানে পর্তুগাল।

রাতের অন্য ম্যাচে নিজেদের মাঠে কিংসলে কোম্যানের গোলে মাত্র ৮ মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। ২৭তম মিনিটে গোল ব্যবধান ২-০তে নিয়ে যান অলিভার জিরুদ। ৬৮তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন কোম্যান।

ম্যাচ শেষের বাঁশি বাজার মিনিট পাঁচেক আগে ফরাসিদের চতুর্থ গোল উপহার দেন জোনাথান ইকোন। ম্যাচের শেষ মিনিটে আলবেনিয়ার হয়ে একটি গোল শোধ করেন সোকল চিকালেশি।

‘এইচ’ গ্রুপে ৫ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফান্স।

এ সম্পর্কিত আরও খবর