সেরেনাকে হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন আন্দ্রেয়েস্কো

টেনিস, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 12:57:09

একেই বলে আসলেন, দেখলেন এবং জয় করলেন! প্রথমবারের মতো তিনি উঠে এসেছিলেন কোন গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে। আর উঠেই বাজিমাত। কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকেই কীনা বোকা বানালেন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো!

মার্কিন মহা তারকার রেকর্ড গড়ার স্বপ্ন ভেঙে ইউএস ওপেনে মেয়েদের এককে চ্যাম্পিয়ন কানাডার ১৯ বছর বয়সী বিস্ময় বালিকা!



শনিবার নিউইয়র্কে ফাইনালে ৬-৩, ৭-৫ গেমে জয় নিয়ে কোর্ট ছাড়েন আন্দ্রেয়েস্কো। অথচ টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টের পাশে যেতে মরিয়া ছিলেন সেরেনা। তাকেই বলা হচ্ছিল ফেভারিট। সেই তিনিই কীনা সরাসরি সেটে হেরে গেলেন!

৩৭ বছর বয়সী তারকা দ্বিতীয় সেটে লড়লেও শেষ রক্ষা হলো না! গ্র্যান্ড স্ল্যামের নবাগতের কাছে হেরেই গেলেন!



২০০৬ সালে চমক দেখিয়েছিলেন মারিয়া শারাপোভা। প্রথম টিনএজার হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ওই রাশিয়ান তারকা। এবার বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।

২০১৭ সালে মা হওয়ার পর ফিরে গ্র্যান্ড স্ল্যাম আর জেতা হচ্ছেই না সেরেনার।  এবার শিরোপার সুবাস পেলেও আক্ষেপ নিয়েই ছাড়লেন কোর্ট!

এ সম্পর্কিত আরও খবর