‘ম্যাচ জেতা অবশ্যই সম্ভব’

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 18:34:27

পরিকল্পনার ছক ভেস্তে গেল! স্পিন দিয়েই আফগানিস্তানকে বিপাকে ফেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু উল্টো চমকে গেল নিজেরাই। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে পুরো দৃশ্যপট স্বস্তি দিচ্ছে না টাইগারদের। আফগানদের ৩৪২ রানের জবাবে ১ম ইনিংসে শুক্রবার দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৯৪।

প্রতিপক্ষের ইনিংসের চেয়ে  ১৪৮ রানে পিছিয়ে থেকেও হাল ছাড়ছেন না সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের দাবি এই অবস্থানে থেকেও ম্যাচ জেতা সম্ভব। বলছিলেন, ‘দেখুন, ম্যাচ জেতা অবশ্যই সম্ভব। প্রথম ইনিংসে পেছনে থাকার পরও এমন শত শত উদাহরণ আছে যে দল কামব্যাক করে। আমরাও আশা করবো যেন এমন কিছুই হয়। এর জন্য অবশ্যই আমাদের যে দুই উইকেট আছে তারা যদি ভালো ব্যাটিং করে একটু এগিয়ে নিয়ে যেতে পারে আর বোলিংটা যদি ভালো করতে পারি। বিশ্বাস আমাদের ভেতরে আছে যে জেতা সম্ভব।’

ফের একই ভুলের ফাঁদে পা দিচ্ছে বাংলাদেশ দল। উইকেটে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারছে না। আফগানদের বিপক্ষেও ভুল করেছেন ব্যাটসম্যানরা। ব্যাপারটা চোখে পড়েছে সাকিবেরও। দিন শেষে সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘মুমিনুলের ব্যাপারটি হচ্ছে ও যতক্ষণ রান করেছে এভাবেই রান করে গেছে। আমি বলবো না যে বলটি না মারাই উচিত ছিল।  লিটনেরটি এই উইকেটে বল একটু নিচে ছিল, মানে প্রথম দিনও ছিল, আজকেও ছিল। ক্রস ব্যাটে শট একটু কম খেললে ভালো হতো কারণ ওর ব্যাটিং খুব ভালো হচ্ছিলো। ভালো অবস্থায়ও চলে গিয়েছিল। আমাদের একটি ভালো জুটি হয়ে গেলে হয়তো আমাদের উইকেট এখন ৮টির জায়গায় ৫টি কিংবা ৪টি থাকতো।’

আফগানিস্তান আন্ডারডগ হলেও জেতার মতো খেলে যাচ্ছে। টেস্ট পরিবারের নবীন দলটি চমকে দিয়েছে টাইগারদের। তবে সাকিব নিজে অবাক হননি। রশিদ খানদের খেলা দেখে বলছিলেন, ‘যে উইকেট ছিল প্রথম দিন তারা টসে জিতে যে সুযোগটি পেয়েছে, আমরা এতে সারপ্রাইজড না। আমরা সারপ্রাইজড হয়েছিলাম যখন আমরা প্রথম দিন পাঁচ উইকেট পেয়েছি। কারণ এমন ফ্ল্যাট উইকেটে অনেকদিন পর আমরা আসলে খেলেছি বলে মনে হয়।’

সব মিলিয়ে চট্টগ্রাম টেস্টের দুই দিনের খেলায় কিছুটা হতাশই সাকিব। ব্যাপারটা আড়াল না করে বললেন, ‘দেখুন, হতাশার অবশ্যই। তবে এখন আসলে এসব নিয়ে আলোচনা করে কিংবা চিন্তা করে লাভ হবে না। এখন এখান থেকে আমরা কিভাবে কামব্যাক করতে পারি সেটা বেশি গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই অনেক কিছু অনেক সময় অনেক কারণে সম্ভব হয় না। সেটি নিয়ে চিন্তার কিছু নেই।’

এ অবস্থায় দুই অপরাজিত ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলামের কাছেও আছে প্রত্যাশা। নবম উইকেটে তারা অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটিতে। ৭৪ বলে ৪৪ রানে অপরাজিত মোসাদ্দেক। তাইজুল ৫৫ বল খেলে অপরাজিত ১৪ রানে। তারা আরও কিছু রান যদি যোগ করতে পারেন এরপর বোলাররা দাপট দেখাতে পারলে চট্টগ্রামেও জিততে পারে টাইগাররা!

এ সম্পর্কিত আরও খবর