লাঞ্চের আগে বাংলাদেশ ১ রানে ১ উইকেট!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম থেকে | 2023-08-24 19:25:53

ব্যাটিংয়ের শুরুটা মন্দ হলো বাংলাদেশের। আফগানিস্তানের ৩৪২ রানের জবাব দিতে নেমে দ্বিতীয়দিনের লাঞ্চের আগে মাত্র ৪ ওভার ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। তাতে রান উঠে মাত্র ১। উইকেটও হারায় একটি!

ইনিংসের চতুর্থ বলেই বাংলাদেশের উইকেটের পতন। ওপেনার সাদমান ইসলাম শূন্য রানে ফিরলেন। পেসার ইয়ামিন আহমেদজাই এর প্রথম ওভারের চতুর্থ বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন সাদমান। অফস্ট্যাম্পের বাইরে পড়া বল খেলতে যতটুকু পা বাড়ানো প্রয়োজন ছিলো, ততটুকু নেননি বাংলাদেশি এই ওপেনার। বল তার ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে যায়। আফগান উইকেটকিপার জাজাই একটু সরে এসে সামনে থেকে ক্যাচটা নেন। মাথা নিচু করে শূন্য রান সঙ্গে নিয়ে ফিরলেন সাদমান। টেস্টে এটি সাদমানের প্রথম শূন্য রান।

 ওয়ানডাউন পজিশনে এই ইনিংসে মমিনুল নয়, ব্যাট করতে এলেন লিটন দাস। লাঞ্চের আগের ৩.২ ওভারের বাকি সময় আর কোনো ঝুঁকি নিলেন না লিটন দাস এবং ওপেনার সৌম্য সরকার। দুজনেই রান করার তেমন কোনো চেষ্টাই করলেন না। লিটন ৯ বল খেললেন। সৌম্য সরকার ব্যাট করলেন ১১ বল। কেউ কোনো রানই করলেন না।

১ রানে ১ উইকেট। এই ভঙ্গুর চেহারা নিয়ে দ্বিতীয়দিন লাঞ্চ করতে গেলো বাংলাদেশ।
 
সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ১ম ইনিংঃ ৩৪২/১০। বাংলাদেশ ১ম ইনিংঃ ১/১
# দ্বিতীয়দিন লাঞ্চ পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর