জয়ের ছন্দে স্পেন-ইতালি

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-20 00:57:55

ইউরো বাছাইপর্বে খেলতে নেমেই সেই পুরনো ছন্দ ফিরে পেয়েছে দুই জায়ান্ট স্পেন ও ইতালি। বৃহস্পতিবার রাতে ‘এফ’ গ্রুপের পঞ্চম রাউন্ডে ২-১ গোলে জয় তুলে নেয় স্পেন। জে’ গ্রুপের ম্যাচে আর্মেনিয়াকে হারিয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি তুলে নিয়েছে টানা পঞ্চম জয়।

রোমানিয়ার বিপক্ষে স্প্যানিশদের জয়ের নায়ক  সার্জিও রামোস ও পাকো আলকাস। খেলার শুরু থেকে শেষ অব্দি দাপট ধরে রেখেই জয় তুলে নেয় স্পেন। একাধিক সুযোগ মিসের পর ২৯তম মিনিটে এসে দেখা মেলে গোলের। ডিফেন্ডার রামোসের সফল স্পট কিকে লিড নেয় স্পেন। অধিনায়ক রামোসের এটি ২১তম আন্তর্জাতিক গোল।



খেলার ৪৭তম মিনিটে এসে প্রতিপক্ষের মাঠে ব্যবধান দ্বিগুণ করে সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। জর্দি আলবার পাস থেকে বল পেয়ে গোল করেন আলকাস। এরপর  ৫৯তম মিনিটে ফরোয়ার্ড ফ্লোরিন আন্দোন গোল করে উত্তেজনা ফেরান ম্যাচে (১-২)।

অবশ্য আর গোলের দেখা পায়নি রোমানিয়া। যদিও ৭৯তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ স্পেনের ফের্নান্দো লরেন্তে। সেই সুযোগটা স্বাগতিকরা কাজে লাগাতে পারেনি।

২০২০ ইউরো বাছাইপর্বের ‘জে’ গ্রুপের ম্যাচে আর্মেনিয়ার মাঠে ৩-১ গোলে জিতেছে ইতালি। এনিয়ে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আজ্জুরিরা। যদিও খেলায় প্রথম গোলটি পায় আর্মেনিয়া। স্বাগতিকদের এগিয়ে দেন কারাপেতিয়ান। এরপর সমতা ফেরান আন্দ্রেয়া বেলোত্তি (১-১)।

প্রথমার্ধের ইনজুরি সময়ে কারাপেতিয়ান দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দল হয়ে যায় আর্মেনিয়া। এই সুযোগে ৭৭তম মিনিটে ইতালিকে এগিয়ে নেন লরেন্সো পেল্লেগ্রিনি। পরের গোলটি করেন বেলোত্তি।

এ সম্পর্কিত আরও খবর