আফিফের শতকের অপেক্ষায় শান্ত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 18:27:16

কক্সবাজারে বৃষ্টির রাজত্ব চলছে কয়েক দিন ধরে। শুধু বৃষ্টি বললে ভুল হবে। দাপট দেখিয়ে চলেছেন বাংলাদেশের ইমার্জিং দলের আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্তও। ব্যাটিং ঝলকানিতে আফিফ (১০০ ব্যাটিং) সেঞ্চুরির দেখা পেলেও অপেক্ষায় আছেন অধিনায়ক শান্ত (৮৮ ব্যাটিং)।

দুজনের ব্যাটিং দৃঢ়তায় দ্বিতীয় আন অফিসিয়্যাল টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৮ রান।

লঙ্কানদের হয়ে জেহান ড্যানিয়েল দুটি আর সিরাজ নেন একটি উইকেট।

তার আগে ৩ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন হার না মানা আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্ত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দলীয় স্কোরে যোগ করেন ১৫১ রান।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৪৩ ওভার। বৃষ্টির বাগড়ায় অবশ্য প্রথম দিন কোনো খেলাই হয়নি। দ্বিতীয় দিন দুদল খেলেছে মাত্র ২৩ ওভার।

খুলনায় বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম চার দিনের ম্যাচ রয়ে যায় অমীমাংসিত।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ইনিংস: ২০৮/৩, ৬৬ ওভার (আফিফ ১০০ ব্যাটিং, শান্ত ৮৮ ব্যাটিং; ড্যানিয়েল ২/২৮, সিরাজ ১/৪১)

এ সম্পর্কিত আরও খবর