স্পিন উইকেটে প্রথমদিনের নায়ক এক ব্যাটসম্যান!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম থেকে | 2023-08-25 22:13:16

প্রথমদিন শেষে আফগানিস্তান ৯৬ ওভারে ৫ উইকেটে ২৭১ রান।

-তাহলে এগিয়ে থাকলো কে? ব্যাটিংয়ে থাকা আফগানিস্তান নাকি টস হেরে বোলিং করতে নামা বাংলাদেশ?

উত্তরটা লুকিয়ে চট্টগ্রামের উইকেটে! তবে প্রথমদিনের বিশ্লেষণে যা মিলছে তার নাম আফগানিস্তানের স্বস্তি আর বাংলাদেশের কপালে দুঃশ্চিন্তায় রেখা। যে রেখা ক্রমশ বড়ো হচ্ছে।

-কত বড়ো?

এই টেস্টের প্রথমদিনের খেলাকে যদি ১০০ মিটার দৌড়ের সঙ্গে তুলনা করা হয় তাহলে আফগানিস্তান এগিয়ে এখন বাংলাদেশের চেয়ে ৩০ মিটার বেশি!

ম্যাচের আগে স্পিনস্বর্গ হিসেবে অ্যাখা পাওয়া চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমদিন একটা বলেও কি ‘শার্প টার্ন’ এর দেখা মিললো। মিললো না! প্রথমদিন বোলিং করা বাংলাদেশের সাত স্পিনারের কারো বলই যে ‘আনপ্লেয়েবল’ মনে হলো না।
 
সারাদিনে পাঁচ উইকেট পড়লো। যার প্রথম দুটির শিকার তাইজুল ইসলামের। শেষের দুটি নাঈম হাসানের। মাঝে এক ওভার বল করতে এসে একটা উইকেট তুলে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গোটা দিন প্রান্ত বদলে সাকিব ও মিরাজ অনেক চেষ্টাই করে গেলেন। কিন্তু তাদের দুজনের জন্যই চট্টগ্রাম টেস্টের প্রথম দিন সাফল্যহীন হয়ে রইলো।
 
এই উইকেটে স্পিন বেশি ধরবে জেনে বাংলাদেশ একাদশে কোনো পেসারই রাখলো না! স্পিনারদের দিয়েই বোলিং বিভাগ সাজালো। পার্ট টাইম পেসার হিসেবে সৌম্য সরকার কেবল ৪ ওভার করলেন। খরচ তার ২৬ রান।
 
তবে স্পিনারদের উইকেট বলে হাঁকডাঁক পাওয়া চট্টগ্রামে প্রথমদিনের নায়ক হয়ে রইলেন আফগানিস্তানের ব্যাটসম্যান রহমত শাহ। দেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরির কৃতিত্ব গড়লেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। আর সেঞ্চুরির স্বপ্ন নিয়ে প্রথমদিনটা শেষ করলেন আরেক ব্যাটসম্যান আসগর আফগান। পায়ে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও আফগানিস্তানের সাবেক এই অধিনায়ক দিন শেষে অপরাজিত রইলেন ৮৮ রান তুলে।

৭৭ রানে ৩ উইকেট হারানো আফগানিস্তানকে চট্টগ্রাম টেস্টে নিরাপদ স্কোরের পথে রাখলো আসগর আফগান ও রহমত শাহ’র চতুর্থ উইকেট জুটিতে ১১৪ রান। চা বিরতির পর দ্বিতীয় ওভারেই নিজের টেস্ট সেঞ্চুরির আনন্দে ভাসলেন রহমত শাহ। ফিরলেনও অবশ্য প্রায় সঙ্গে সঙ্গে। সেঞ্চুরি করার পর খেলা নিজের প্রথম বলেই আউট হলেন। নাঈম হাসানের বলে স্লিপে সৌম্য সরকারের হাতে ১০২ রানে ক্যাচ দিয়ে ফিরলেন রহমত শাহ। সেই ওভারের শেষ বলে নাঈম হাসান বোল্ড করলেন মোহাম্মদ নবীকে।

 এক ওভারে দুই উইকেট হারানো আফগানিস্তানকে দিনের শেষ সেশনে নিরাপদ রাখলেন আসগর আফগান ও উইকেটকিপার ব্যাটসম্যান আফসার জাজাই। পঞ্চম উইকেট জুটিতে এই দুজনে যোগ করেন হার না মানা ৭৪  রান।

পুরোটা দিন আফগানিস্তানের ব্যাটসম্যানরা যে চমৎকার কায়দায় বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে খেললো তাতেই বোঝা গেলো ব্যাটিংয়ের হোমওয়ার্ক ভালো সেরেই তারা এই সিরিজ খেলতে এসেছে।

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ১ম ইনিং: ২৭১/৫ (৯৬ ওভারে, ইব্রাহিম ২১, ইসানউল্লাহ ৯, হাসমতউল্লাহ শহীদি ১৪, রহমত শাহ ১০২, আসগর ৮৮*, মোহাম্মদ নবী ০, আফসার জাজাই ৩৫* তাইজুল ২/৭৩, নাঈম হাসান ২/৪৩, মাহমুদউল্লাহ ১/৯)

# প্রথমদিন শেষে

এ সম্পর্কিত আরও খবর