আটকে গেছে নেইমারের বার্সায় ফেরা!

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 11:34:36

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে সমঝোতা হয়ে গেছে বার্সেলোনার। নেইমার ন্যু ক্যাম্পে ফিরতেও প্রস্তুত। সব কিছু যখন ঠিকঠাক। তখন হঠাৎ করেই থমকে গেছে এ ব্রাজিলিয়ান স্ট্রাইকারের বার্সেলোনা যাত্রা।

দীর্ঘ আলোচনা আর দর কষাকষি শেষে নেইমারকে ২০০ মিলিয়ন ইউরোতে (১৮২ মিলিয়ন পাউন্ড) কিনতে রাজি হয় বার্সা। তবে নগদ অর্থ কিছু কম দিয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা ডিফেন্ডার জ্যাঁ-ক্লেয়ার তোদিবো ও মিডফিল্ডার ইভান রাকিটিচকে দেওয়ার প্রস্তাব দেয়। সঙ্গে ওসমান ডেম্বেলেকে এক মৌসুমের জন্য ধারে দিবে কাতালানরা।

কিন্তু ওই তিন ফুটবলার কিছুতেই পিএসজিতে যেতে রাজি নয়। তাই নেইমারেরও ন্যু ক্যাম্পে যাওয়াটা আটকে গেছে। ব্যাপারটা এখন জটিল হয়ে গেছে। বিশেষ করে ডেম্বেলের জন্য। কারণ ফরাসি এ স্ট্রাইকার প্যারিসে যেতেই রাজি নন।

সোমবার রাতেই লা লিগার ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাচ্ছে। তার আগেই নেইমারকে স্পেনে ফিরতে হবে।

পিএসজি কোচ টমাস টাচেল অবশ্য নিশ্চিত করেছেন, নেইমার পিএসজির হয়ে কোনো ম্যাচই খেলবে না।

২৭ বছরের ফরওয়ার্ড নেইমার ২০১৭ সালে বিশ্ব দলবদলের রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা ছেড়ে পিএসজিতে যান।

এ সম্পর্কিত আরও খবর