রিয়ালের প্রতিপক্ষ পিএসজি, বার্সার ডর্টমুন্ড ও ইন্টার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 13:32:55

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০১৯-২০ মৌসুমের গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল লড়বে নাপোলির বিপক্ষে। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসের সঙ্গে গ্রুপ পর্বে দেখা হয়ে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের।

লিওনেল মেসির বার্সেলোনার শত্রু বরুশিয়া ডর্টমুন্ড ও ইন্টার মিলান। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ খেলবে টটেনহ্যামের সঙ্গে। সহজ গ্রুপে পড়েছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। আর ‘জি’ গ্রুপে কোনো পরাশক্তি দলই নেই। জেনিত, বেনফিকা, অলিম্পিক লিঁও ও আরবি লিপজিগ প্রতিদ্বন্দ্বিতা করবে এই গ্রুপে।

বৃহস্পতিবার রাতে মোনাকোতে উয়েফা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে চ্যাম্পিয়নস লিগের ড্রও অনুষ্ঠিত হয়। সেখানেই প্রতিপক্ষ ঠিক হয়ে যায় আসরের হট ফেভারিট দল গুলোর।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ প্রতিপক্ষ

গ্রুপ ‘এ’- প্যারিস সেন্ট জার্মেই, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজা ও গ্যালাতাসারে।
গ্রুপ ‘বি’- বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম, অলিম্পিয়াকোস ও ক্রভেনা ভেজদা।
গ্রুপ ‘সি’- ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, ডায়নামো জাগরেব ও আটালান্টা।
গ্রুপ ‘ডি’- জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ের লেভারকুসেন ও লোকোমোটিভ মস্কো।
গ্রুপ ‘ই’- লিভারপুল, নাপোলি, সালজবুর্গ ও গেঙ্ক।
গ্রুপ ‘এফ’- বার্সেলোনা, বরুশিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান ও স্লাভিয়া প্রাহা।
গ্রুপ ‘জি’- জেনিত, বেনফিকা, অলিম্পিক লিঁও ও আরবি লিপজিগ।
গ্রুপ ‘এইচ’- চেলসি, আয়াক্স, ভ্যালেন্সিয়া ও লিল।

এ সম্পর্কিত আরও খবর