টাইব্রেকার দুঃস্বপ্নে আটকে গেলো বার্তার ফুটবল যাত্রা

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 21:55:32

টানা তিন জয়ে উড়ছিল বার্তাটোয়েন্টিফোর.কম। বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) হারাতে পারলেই মিলতো সেমি-ফাইনালের টিকিট। কিন্তু শেষ আটেই মিশন শেষ দেশের প্রথম এ ডিজিটাল মাল্টিমিডিয়া অনলাইন নিউজপোর্টালটির। ওয়ালটন-ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিডিয়া কাপ ফুটবলে টাইব্রেকার নামের ভাগ্য পরীক্ষায় হার দেখল বার্তা!

বৃহস্পতিবার রাজধানীর ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বার্তার বিপক্ষে টাইব্রেকারে ২-১ গোলে জয় তুলে নেয় বিটিভি।



ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল খেললেও গোলের দেখা পায়নি বার্তাটোয়েন্টিফোর.কম। একইভাবে দ্বিতীয়ার্ধে সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেননি দলের ফুটবলাররা। তবে গোলকিপার অধিনায়ক সেরাজুল ইসলাম সিরাজ নির্ধারিত সময়ে পোস্টের নিচে প্রাচীর তুলে দাঁড়িয়েছিলেন।

শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণে টাইব্রেকারের বাঁশি বাজান রেফারি। যেখানে সিনিয়র করেসপন্ডেন্ট শাহজাহান মোল্লার গোলে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখা যায়নি। শেষ পর্যন্ত টাইব্রেকার দুঃস্বপ্নে আটকে গেলো মিডিয়া কাপে বার্তার ফুটবল যাত্রা!



ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিডিয়া কাপ ফুটবল থেকে বিদায় নিলেও অর্জনটাও কম নয় বার্তার। টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়েই দল উঠে আসে কোয়ার্টার ফাইনালে। দৈনিক ইত্তেফাক, জিটিভি ও আলোকিত বাংলাদেশের বিপক্ষে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পা রাখে বার্তা!

এদিকে বিটিভি ছাড়াও মিডিয়া কাপ ফুটবলের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে আরটিভি, চ্যানেল আই ও চ্যানেল ২৪। এবারের টুর্নামেন্টে ৪০টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে।



বার্তা ফুটবল দল-
সেরাজুল ইসলাম সিরাজ (অধিনায়ক), শাহজাহান মোল্লা, খুররম জামান, আপন তারিক, শেখ নাসির, মাহফুজুল ইসলাম, ইসমাইল হোসেন রাসেল, ইশতিয়াক হুসেন, মাজেদুল নয়ন ও মবিনুল ইসলাম (ম্যানেজার)।

এ সম্পর্কিত আরও খবর