নেপালের সঙ্গে পারল না বাংলাদেশ

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 02:31:01

ভুটানকে ৫-২ গোলে হারিয়ে  শুরু হয়েছিল মিশন। এরপর  শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন বাংলাদেশ উড়িয়ে দিয়েছিল ৭-১ গোলে। কিন্তু জয়ের ছন্দটা ধরে রাখা হয়নি।  ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে হোঁচট খেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার ভারতের কল্যাণী স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ১-৪ গোলে হার দেখল বাংলাদেশ। আগের বছর ফাইনালে এই নেপালকেই ২-১ গোলে হারিয়েছিল কিশোর ফুটবলাররা। কিন্তু এবার আগেই তাদের কাছে হার মানল মোস্তফা আনোয়ার পারভেজের দল।

বড় ব্যবধানে হারলেও প্রথম গোলটি তারা হজম করেছে ৫২তম মিনিটে। তবে ৭৯তম মিনিটে বাদশা মিয়ার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। কিন্তু এরপরই পথ হারায় দল। তারপর আর ফেরা হয়ে উঠেনি।

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচ খেলে দুই জয় আরও এক হারে ৬ পয়েন্ট বাংলাদেশ ও নেপালের।

বৃহস্পতিবার রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ। একই দিন নেপালের প্রতিপক্ষ ভুটান। ভারতের কাছে হারলে আর নেপাল যদি ভুটানের বিপক্ষ জয় তুলে নেয়, তাহলে ফাইনালে ওঠা হবে না বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের।

এ সম্পর্কিত আরও খবর