ফিদে রেটিং দাবা শুরু মঙ্গলবার

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 08:49:42

ঈদের পর ফের ব্যস্ত হয়ে উঠছে দেশের দাবা অঙ্গন। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মঙ্গলবার থেকে শুরু হবে ‘ওয়ালটন রেফ্রিজারেটর মহানগরী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৯’। রেটিং ২১০০ এর নিচে ও রেটিং বিহীন দাবাড়ুরা খেলতে পারবেন এই টুর্নামেন্টে।

৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ফিদে রেটিং দাবা শেষ হবে আগামী ৪ সেপ্টেম্বর।

রোববার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ক্রীড়া কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আয়োজক ও স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এই টুর্নামেন্টের শীর্ষ ১৬ দাবাড়ু জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন।

এবারও টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন গ্রুপ। ২০১৪ সাল থেকেই ওয়ালটন গ্রুপ প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ দাবা লিগ এবং বিজয় দিবস র‌্যাপিড দাবা প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে।

রোববার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেক, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মো. মনিরুজ্জামান পলাশ, মাসুদুর রহমান মল্লিক দিপু ও প্রতিযোগিতার প্রধান বিচারক হারুন অর রশিদ।

এ সম্পর্কিত আরও খবর