অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন ইশান্ত শর্মার

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 09:23:59

ব্যাট হাতে ৬১ বলে ১৯ রান। অষ্টম উইকেট জুটিতে রবিন্দু জাদেজার সঙ্গে ৬০ রান যোগ। তারপর বল হাতে দুর্দান্ত স্পেল। ৪২ রানে শিকার ৫ উইকেট। যার দুটো আবার কট এন্ড বোল্ড! শেষ স্পেলে ৮ রানে ৩ উইকেট তুলে নেয়া। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের পুরোটাই নিজের করে নিলেন ইশান্ত শর্মা। ম্যাচেও এগিয়ে গেলো ভারত অনেক খানি। ২৯৭ রানে থামে ভারতের প্রথম ইনিংস। জবাব দিতে নামা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শেষ করলো ৮ উইকেটে ১৮৯ রানে।

দ্বিতীয়দিন শেষে ভারত এগিয়ে ছিলো ১০৮ রানে। শেষের দুই উইকেটে ওয়েস্ট ইন্ডিজ এই ব্যবধান খুব বেশি কমিয়ে আনবে- তেমন আস্থা খুব বেশি নেই।

অ্যান্টিগায় দ্বিতীয়দিনের সকালটা অবশ্য ভারতের ভালো শুরু হয়নি। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান রিসাভ পান্থ শুরুতেই উইকেট হারান। অফস্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে খেমার রোচের চতুর্থ শিকার হয়ে স্লিপে ক্যাচ তুলে ফিরেন পান্থ। অষ্টম উইকেট জুটিতে ইশান্ত শর্মাকে নিয়ে রবিন্দু জাদেজা ভালো প্রতিরোধ গড়ে তোলেন। একপাশ আঁকড়ে রাখেন ইশান্ত। অন্য প্রান্ত থেকে জাদেজা স্কোরবোর্ড সচল রাখেন। ঘন্টাখানেকের বেশি উইকেটে টিকে থেকে ১৯ রান করে ইশান্ত আউট হন। দলের শেষ ব্যাটসম্যান হিসেবে ৫৮ রানে জাদেজা ফিরলেন। ভারতের ইনিংস গুটিয়ে গেলো ২৯৭ রানে।

ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি ৩৬ রানে ভাঙ্গতেই বিপর্যয়ের শুরু। ৮৮ রানে হারিয়ে ফেলে তারা ৪ উইকেট। মিডলঅর্ডারে রোস্টন চেজের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৮ রান। প্রায় সব ব্যাটসম্যান শুরুটা ভালো করেও ইনিংস বড় করতে পারেননি।

ঈশান্ত শর্মার দুর্দান্ত স্পেলের কাছেই মুলত শক্ত অবস্থান থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটে ১৭৪ রান থেকে হঠাৎ করে দিনের শেষবেলায় ওয়েস্ট ইন্ডিজ ১৭৯ রানে ৮ উইকেট হারানো দলে পরিণত হয়। ঈশান্ত শর্মা দিনের নিজের শেষ স্পেলে ৮ রানে ৩ উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজের ধসে পড়া আরেকটু ত্বরান্বিত করেন।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ইনিং: ২০৩/৬ (৬৮.৫ ওভারে, রাহুল ৪৪, আগরওয়াল ৫, পুজারা ২, কোহলি ৯, রাহানে ৮১, বিহারি ৩২, পান্থ ২০*, জাদেজা ৩*, রোচ ৩/৩৪, গ্যাব্রিয়েল ২/৪৯, চেজ ১/৪২)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনি: ১৮৯/৮ (৫৯ ওভারে, ব্রাভো ১৮, চেজ ৪৮, হোপ ২৪, হেটমায়ার ৩৫, ইশান্ত ৫/৪২)।
*দ্বিতীয়দিন শেষে

এ সম্পর্কিত আরও খবর