বোল্ট-সাউদিকে আটকে দিল বেরসিক বৃষ্টি

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 07:18:27

বৃষ্টি দেবতাকে ধন্যবাদ দিতেই পারে শ্রীলঙ্কা! ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির বোলিং তোপে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিল দল। মনে হচ্ছিল অল্প পুঁজিতেই বুঝি শেষ হয়ে যাবে স্বাগতিকদের প্রথম ইনিংস। কিন্তু বৃষ্টিতে আপাতত রক্ষা! বেরসিক বৃষ্টি ভাসিয়ে নিয়েছে  দুই সেশনের খেলা।

টেস্টের  প্রথম দিন খেলা হয় মাত্র ৩৬.৩ ওভার। আর দ্বিতীয় দিন হলো আরও কম, মাত্র ২৯.৩ ওভার!

শুক্রবার কলম্বোতে টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা ৬ উইকেটে তুলেছে ১৪৪ রান। উইকেটে আছেন ধনাঞ্জয়া ডি সিলভা (৩২) ও দিলরুয়ান পেরেরা (৫)।

কলম্বোর পি সারা ওভালে এদিন ২ উইকেটে ৮৫ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। কিন্তু শুরুতেই নিউজিল্যান্ডের বোলিং তোপে দিশেহারা হয়ে যায়। দ্রুত সাজঘরের পথ ধরে  অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কুসল পেরেরা। অভিজ্ঞ ম্যাথুজকে ফিরিয়ে নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে টেস্টে আড়াইশ উইকেটের অনন্য মাইলস্টোন স্পর্শ করেন বোল্ট।

এদিন নতুন এক মাইলফলক স্পর্শ করলেন টিম সাউদিও। দিমুথ করুনারত্নে ও নিরোশান ডিকভেলাকে ফিরিয়ে পৌঁছে যান আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট শিকারির ক্লাবে। আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে আগেই ৫০০ উইকেট শিকারি ক্লাবে আছেন ড্যানিয়েল ভেট্টোরি (৬৯৬) আর স্যার রিচার্ড হ্যাডলি (৫৮৯)। সব মিলিয়ে বিশ্বের ৩৪তম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট শিকারি হলেন সাউদি।

আর টেস্টে কিউইদের হয়ে ২৫০ উইকেট শিকারে বোল্ট তৃতীয় বোলার। তার আগে এই মাইলফলকে পা রাখেন কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলি (৪৩১) ও ড্যানিয়েল ভেট্টোরি (৩৬২)।

শুক্রবার লঙ্কানদের হয়ে যা একটু লড়েছিলেন ডি সিলভা আর অধিনায়ক দিমুথ করুনারত্নে। কিন্তু ৬৫ রান তুলে করুনারত্নে ফিরতেই সব শেষ। তবে ডি সিলভা (৩২) ছিলেন অপরাজিত। কিউইদের হয়ে বোল্ট ৩৩ রানে শিকার করেছেন ২ উইকেট। ৪০ রানে সমান ২ উইকেট নেন আরেক পেসার টিম সাউদি।

সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন শেষে ৮৫/২) ৬৬ ওভারে ১৪৪/৬ (করুনারত্নে ৬৫, ম্যাথুজ ২, কুসল পেরেরা ০, ডি সিলভা ৩২*, ডিকভেলা ০, দিলরুয়ান ৫*; বোল্ট ২/৩৩, সাউদি ২/৪০, ডি গ্র্যান্ডহোম ১/৩৫, সমারভিল ১/২০)।

এ সম্পর্কিত আরও খবর