আলোর স্বল্পতার মাঝে জ্বললেন করুনারত্নে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 14:22:57

কলম্বো টেস্টের প্রথম দিনে যেন ছিল বৃষ্টির রাজ্যত্ব। বৃষ্টির বাগড়া আর আলোর স্বল্পতার কারণে খেলা হল মাত্র ৩৬.৩ ওভার। তাই তো দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেট হারিয়ে ৮৫ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কা।

খেলা সকাল সাড়ে দশটায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ক্রিকেটাররা মাঠে নামে দুপুর ২টার পরে। টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।

দলীয় ২৯ রানের মাথায় ওপেনার লাহিরু থিরিমান্নেকে (২ রান) হারিয়ে যেন বিপদের আভাস পেয়ে যায় লঙ্কানরা। তবে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক দিমুথ করুনারত্নে দলের ব্যাটিংয়ের হাল ধরেন। ওয়ান ডাউনে নামা কুসল মেন্ডিসের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে সামাল দেওয়ার চেষ্টা করেন দলের বিপদ।

৭১ রানে এক উইকেট হারিয়ে চা বিরতিতে চায় লঙ্কানরা। কিন্তু খেলা শুরুর আগে বৃষ্টি এসে ফের হানা দিয়ে বসে। পরে বৃষ্টি থামলে খেলা হয় মাত্র ৭.৩ ওভার।

করুনারত্নে ৬ চারে ৪৯ রান নিয়ে ব্যাটিংয়ে টিকে থাকলেও মেন্ডিস সাজঘরে ফিরেন ৩২ রান নিয়ে। করুনারত্নেকে সঙ্গ দিয়ে যাওয়া সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস এখনো পর্যন্ত রানের খাতা খোলেননি।

কিউইদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম ও উইলিয়াম সমারভিলে।

২ উইকেটে ৮৫ রান তোলার পর আলোর স্বল্পতার কারণে দিনে আর কোনো খেলাই হয়নি।

এ সম্পর্কিত আরও খবর